দলীয় ফান্ডের রির্জাভ বৃদ্ধি করার লক্ষ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২৪ সালের আসরের আগে বেশ কিছু তারকা ক্রিকেটার ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। তাদের মধ্যে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের নামও রয়েছে। এছাড়া এ তালিকায় রাইলি রসু, ফিল সল্ট, সরফরাজ খান, আমান খান এবং রোভম্যান পাওয়েলও রয়েছেন।
মোস্তাফিজুরের স্লোয়ার এবং কাটার, দুটি অস্ত্রই আর আগের মতো কাজ করে না। এমনকি ধীরগতির পিচেও উন্নতি করতে পারেননি ফিজ। ফলে নতুন মৌসুমের জন্য তাকে আর বিবেচনায় রাখেনি দিল্লি।
মোস্তাফিজুর ছাড়াও দিল্লি রভম্যান পাওয়েল, রিলি রোসোউ, চেতন সাকারিয়া, মনীশ পান্ডে, ফিল সল্ট, কমলেশ নগরকোটি, রিপাল প্যাটেল, সরফরাজ খান, আমান খান, প্রিয়াম গর্গের মতো খেলোয়াড়দেরও ছেড়ে দিয়েছে।
এদিকে, বাংলাদেশের আরও দুই ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাসকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ফলে বাংলাদেশের তিন ক্রিকেটারকে চাইলে আগামী ১৯ ডিসেম্বর নিলাম থেকে যেকোন দল কিনে নিতে পারে। অন্যথায় ২০২৪ আসরে আইপিএলে বাংলাদেশের কোন ক্রিকেটারকে নাও দেখা যেতে পারে।