‘জরুরি’ ঢাকায় ফিরছেন লিটন, এক ম্যাচেই শেষ আইপিএল ক্যারিয়ার!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৩

জাতীয় দলের খেলা থাকায় শুরুতে থেকেই যোগ দিতে পারেননি প্রথমবারের মতো আইপিএলে দল পাওয়ার লিটন কুমার দাস। তবে যোগ দিয়েও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ পেয়েছেন মাত্র একটি ম্যাচ। এখন টুর্নামেন্টের মাঝ পথেই তাকে ফিরতে হচ্ছে ঢাকায়। হয়তো প্রথমবারের মতো খেলতে যাওয়া আইপিএলে এখানে সমাপ্তি ঘটছে লিটনের।

‘পারিবারিক’ কারণে লিটন দেশে ফিরছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। তবে লিটনের দল কলকাতা থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

কলকাতার বরাত দিয়ে সংবাদ মাধ্যমটিতে জানানো হয়, ‌‘পারিবারিক কারণে’ লিটন দাসকে ঢাকা ফিরে আসতে হচ্ছে। লিটনের পরিবারের কেউ একজন অসুস্থ হয়েছেন। আজ শুক্রবারই ফিরে আসছেন তিনি।

আইপিএলের শুরুতে কেকেআরের হয়ে ওপেন করছিলেন আফগানিস্তানের রহমানুল্লা গুরবাজ। তবে তিনি ব্যর্থ হওয়ার পর এক ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া হয়েছিল। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ওই ম্যাচেও ভালো করতে পারেননি তিনি।

আইপিএলের অভিষেক ম্যাচে ব্যাট হাতে মাত্র চার রান করেন লিটন দাস। ব্যাট হাতে ব্যর্থ লিটন উইকেটের পিছনেও খুব স্বচ্ছন্দভাবে খেলতে পারেননি। যার ফলে পরের ম্যাচ থেকেই লিটনকে বসে থাকতে হয়েছে সাইট বেঞ্চে।

লিটনকে ৫০ লাখ টাকা দিয়ে নিলামে কিনেছিল কলকাতা। একই দলের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে সেও পারিবারিক কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে, লিটন ফিরে আসলেও আবার কলকাতা দলের সাথে যুক্ত হবেন কি-না তা এখনো জানা যায়নি। এমননি ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকেও এ বিষয়ে কোন কিছু জানানো হয়নি।



শেয়ার করুন :