আইপিএলের প্লে-অফ ও ফাইনালের ভেন্যু চূড়ান্ত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২১ পিএম, ২২ এপ্রিল ২০২৩
আইপিএলের প্লে-অফ ও ফাইনালের ভেন্যু চূড়ান্ত

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) তিনটি প্লে-অফ ও ফাইনালের সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ একই স্টেডিয়ামে এবং দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে অন্য ভেন্যুতে।

২৩ মে প্রথম কোয়ালিফায়ার ও ২৪ মে এলিমিনেটর ম্যাচ হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। আর ২৬ মে দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ২৮ মে ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

গত আসরেও দ্বিতীয় কোয়ালিফাইয়ার ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল আহমেদাবাদের স্টেডিয়ামে। এবারও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

গত ৩১ শে মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের ষোড়শ আসর। ২১ মে শেষ লিগ পর্বের খেলা। এরপর শুরু হবে প্লে-অফ পর্ব।

আইপিএলের এবারের আসরে বাংলাদেশের দুজন ক্রিকেটার খেলছেন। দিল্লি ক্যাপিটাল্সের হবে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান এবং কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে টাইগার ব্যাটার লিটন কুমার দাস খেলছেন।

লিটনের এটাই প্রথম আইপিএল আসর। কলকাতার হয়ে খেলা কথা থাকলেও নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান।



শেয়ার করুন :