দীর্ঘ প্রতিক্ষার পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হলো বাংলাদেশি ব্যাটার লিটন দাসের। তবে আইপিএলে নিজের অভিষেক ম্যাচটি ব্যাট হাতে রাঙাতে পারেননি তিনি।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) চলমান আইপিএলের ২৮তম ম্যাচে কলকাতা রাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটাল্স। ম্যাচটিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছে কলকাতা। এ ম্যাচেই লিটন দাসকে অভিষেক করায় সাকিব আল হাসানের দল কেকেআর।
ওপেনিং জুটিতে জেসন রয়ের সঙ্গে ব্যাট হাতে মাঠে নেমেছিলেন লিটন দাস। আইপিএলে নিজের প্রথম ম্যাচে হয়তো নার্ভাসনেস কাজ করায় বড় ইনিংস খেলতে পারেনি লিটন।
ব্যাট হাতে চার বল মোকাবেলা করে নিজের নামের পাশে মাত্র চার রান যোগ করতে পেরেছেন বাংলাদেশি এ ব্যাটার। লিটনের এ ইনিয়সে একটি চারের মারও ছিল। লিটন আউট হওয়ায় দলীয় ১৫ রানেই উদ্বোধনী জুটি ভাঙে কলকাতার।
ম্যাচটিতে লিটনের মুখোমুখি হতে পারতো আরেক বাংলাদেশির। হতে দিল্লির দুই ম্যাচে বল হাতে ভালো করতে না পারায় কলকাতার বিপক্ষে মোস্তাফিজকে একাদশে রাখেনি দিল্লি ক্যাপিটাল্স।
লিটন ছাড়াও কলকাতার হয়ে চলমান আইপিএলে সাকিব আল হাসানেরও খেলার কথা ছিল। তবে জাতীয় দলের খেলার পাশাপাশি পারিবারিক কাজে ব্যস্ত থাকায় আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব।
চলমান আসরে খুব একটা ভালো অবস্থানে নেই কলকাতা নাইট রাইডার্স। আজকের চলমান ম্যাচের আগে খেলা ৫ ম্যাচের মধ্যে তিনটি হার এবং দুই জয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে রয়েছে শাহরুখ খানের দলটি।