ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ফ্রেঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৩ আসরের চূড়ান্ত নিলামে জায়গা পেয়েছেন চারজন বাংলাদেশি ক্রিকেটার। এছাড়া ইতিমধ্যে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান।
২০২৩ আসরকে সামনে রেখে ২৩ ডিসেম্বর কোচিতে আইপিএল এর খেলোাড় নিলাম অনুষ্ঠিত হবে। এবারের নিলামে সাকিব আল হাসান ছাড়াও লিটন কুমার দাস, তাসকিন আহমেদ এবং আফিফ হোসেন ধ্রুবর নাম রয়েছে।
নতুন এ আসরকে সামনে রেখে সারা বিশ্বের ৯৯১ জন ক্রিকেটার নিলামে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন। সেখানে থেকে অংশ নেওয়া দশ দলের আগ্রহের ভিত্তিতে ৩৬৯ জনকে চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে। তার মধ্যে বাংলাদেশের চারজনের নাম রয়েছে।
বাংলাদেশ থেকে মোট পাঁচজন আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন। সাকিব, লিটন, তাসকিন, আফিফ তালিকায় জায়গা পেলেও বাকি থাকা একজন জায়গা পাননি। বাদ পড়া টাইগার ক্রিকেটার হলেন শরিফুল ইসলাম।
এদিকে, চূড়ান্ত তালিকায় ৩৬৯ জনের নাম থাকলেও নিলামে ৪০৫ জনের নাম ডাকা হবে। কারণ, আইপিএলে অংশ নেওয়া দলগুলো নিজেদের পছন্দ মতো ৩৬ জন অতিরিক্ত খেলোয়াড় অনুরোধ করেছিল। যেগুলো চূড়ান্ত তালিকায় যোগ করা হয়েছে।
মোট ৪০৫ জনের মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটার এবং বাকি ১৩২ জন বিদেশী খেলোয়াড়। যার মধ্যে আবার ৪ জন সহযোগী দেশের খেলোয়াড় রয়েছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস