২০২১-২২ মৌসুমে প্রথমবারের মতো মধ্য প্রদেশকে রঞ্জি ট্রফির শিরোপা এনে দেন চন্দ্রকান্ত পন্ডিত। সেই টুর্নামেন্ট জিতিয়ে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব পেলেন এই কোচ। এখানে ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
আইপিএলের ১৫তম আসর চলাকালীনই ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব নেন ব্রেন্ডন ম্যাককালাম। তাই নতুন কোচের খোঁজে ছিল দলটি। তবে মৌসুম শুরুর অনেক আগেই নতুন কোচ নিয়োগের ব্যাপারটি চূড়ান্ত করেছে কলকাতা নাইট রাইডার্স।
বুধবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে নতুন কোচ হিসেবে চন্দ্রকান্ত পন্ডিতের নিয়োগের ব্যাপারটি নিশ্চিত করে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ। উচ্ছ্বাস প্রকাশ করে দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় মাইশুর বলেন, “চান্দু (চন্দ্রকান্ত পন্ডিত) আমাদের সাথে যোগ দিচ্ছে। বিষয়টি নিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। নতুন যাত্রায় তাকে স্বাগতম।”
আইপিএল দলের দায়িত্ব তুলে নিয়ে চন্দ্রকান্ত বলেন, “আমি ক্রিকেটার এবং কোচিং স্টাফদের সাথে কাজ করতে মুখিয়ে আছি। আশা করি দারুণ সব সুযোগ পাবো। সেগুলোকে কাজে লাগাতে পারবো।”
ভারতের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার ১৯৮৬-৯২ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে দেশটির হয়ে খেলেছেন ৩৬ ওয়ানডে। ক্রিকেটকে বিদায় জানিয়ে কোচিং পেশাকে বেছে নেন তিনি।
খেলোয়াড়ি জীবনে খুব একটা সফল না হলেও কোচিং ক্যারিয়ারে মুম্বাই (২০০৩ ও ২০০৪) ও বির্দভকে (২০১৮ ও ২০১৯) দুইবার করে রঞ্জি শিরোপা জিতিয়েছেন। এছাড়াও তার অধীনে মধ্য প্রদেশ জিতেছে তাদের প্রথম রঞ্জি ট্রফি শিরোপা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর