সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৪ জুন ২০২২
সাড়ে পাঁচ বিলিয়ন ডলারে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে দামি ফ্রাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। পুরো ক্রিকেট বিশ্বে সাড়া ফেলা এই টুর্নামেন্ট নিয়ে সবার মধ্যেই থাকে বিশেষ আগ্রহ। এবার এরই প্রতিফলন দেখা গেলো সম্প্রচার স্বত্বের নিলামেও। ৫.৬ বিলিয়ন ডলারে বিক্রি হয়েছে ২০২৩-২৭ চক্রে আইপিএলের সম্প্রচার স্বত্ব।

ডিজনি ওয়াল্টের মালিকাধীন প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়া ৩ বিলিয়ন ডলারের বিনিময়ে আইপিএলের টিভি স্বত্ব কিনে নিয়েছে। তাদের টানা দ্বিতীয়বারের মতো আইপিএলের টিভি স্বত্ব নিজের কাছে রেখেছে স্টার। আগের চক্রে ২ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টিভি স্বত্ব কিনেছিল তারা। ভারতীয় উপমহাদেশ, ওশেনিয়া মহাদেশ ও ইউরোপিয়ান অঞ্চলে খেলা সম্প্রচার করবে স্টার ইন্ডিয়া।

এদিকে অনলাইন স্ট্রিমিং স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় বিলিয়নিয়ার মুকেশ আম্বানির প্রতিষ্ঠান ভিয়াকম- 18। তাদের স্ট্রিমিং স্বত্ব কিনতে খরচ করেছে ২ দশমিক ৬ বিলিয়ন ডলার।

২০২৩-২৭ আইপিএল চক্রে পাঁচ মৌসুমে ৪১০ টি ম্যাচ আয়োজিত হবে। প্রত্যেকটি ম্যাচের জন্য ৭ দশমিক ৩৬ মিলিয়ন ডলার খরচ করছে টিভি স্বত্ব পাওয়া স্টার ইন্ডিয়া। একই সময়ে অনলাইন স্ট্রিমিংয়ের জন্য খরচ পড়বে ৬ দশমিক ৪ মিলিয়ন ডলার।

খেলাধুলার সব ধরনের টুর্নামেন্টের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হলো আইপিএলের সম্প্রচার স্বত্ব। ইংলিশ প্রিমিয়ার লিগকে ছাড়িয়ে গেছে আইপিএল। এর আগে রয়েছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের লিগ এনএফএল।

আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রির আয় থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি আয়ের চিন্তা করেছিল বিসিসিআই। তবে শেষ পর্যন্ত ৫ দশমিক ৬ বিলিয়নেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএলের আয় বেশি: সৌরভ গাঙ্গুলি

ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ে আইপিএলের আয় বেশি: সৌরভ গাঙ্গুলি

আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছে অ্যামাজন

আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছে অ্যামাজন

ভাইটালিটি ব্লাস্টে একই ম্যাচে দুই স্বেচ্ছা আউট দেখলো ক্রিকেট বিশ্ব

ভাইটালিটি ব্লাস্টে একই ম্যাচে দুই স্বেচ্ছা আউট দেখলো ক্রিকেট বিশ্ব

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার

আইপিএল আমার ব্যাটিং বদলে দিয়েছে: মিলার