আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্বের দাম ৪৪ হাজার কোটি রুপি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ১৪ জুন ২০২২
আইপিএলের টিভি ও ডিজিটাল স্বত্বের দাম ৪৪ হাজার কোটি রুপি!

আভাস ছিল আকাশ ছোঁয়া দামে বিক্রি হতে পারে আইপিএলের সম্প্রচার স্বত্ব। হয়েছেও তাই, আইপিলের টিভি ও ডিজিটাল স্বত্ব ৪৪ হাজার ৭৫ কোটি রুপিতে বিক্রি করেছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পুরো নিলাম প্রক্রিয়া এখনও শেষ না হওয়ায় বিজয়ী প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেনি।

২০২৩ থেকে ২০২৭ চক্রের জন্য সম্প্রচার স্বত্ব বিক্রির ঘোষণা দেয় বিসিসিআই। এর জন্য চারটি প্যাকেজও নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্যাকেজ ‘এ’-তে ছিল উপমহাদেশের টিভি স্বত্ব। এই প্যাকেজে প্রতি ম্যাচের সর্বোচ্চ সাড়ে ৫৭ কোটি রুপি দাম হাঁকিয়েছে। তবে কোন প্রতিষ্ঠান এই টিভি স্বত্ব কিনে নিয়েছে তা এখনও জানা যায়নি।

প্যাকেজ ‘বি’-র অন্তর্ভুক্ত ছিল ডিজিটাল স্বত্ব। এর জন্য ম্যাচ প্রতি ২০ হাজার রুপি দাম চেয়েছিল বিসিসিআই। শেষ পর্যন্ত এই পরিমাণ গিয়ে ঠেকেছে ৫৭ হাজার রুপিতে। বিভিন্ন সুত্র জানিয়েছে, ভিয়াকম-18 ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে।

সব মিলিয়ে টিভি ও ডিজিটাল স্বত্ব থেকে ম্যাচ প্রতি বিসিসিআইয়ের আয় দাঁড়াচ্ছে ১০৭ কোটি ৫০ লাখ টাকা। সম্প্রচার স্বত্ব থেকে আয়ের দিক থেকে ফুটবলের ইংলিশ প্রিমিয়ার লিগ ও জনপ্রিয় এনফএলকেও ছাড়িয়ে যাওয়ার দ্বারপ্রান্তে রয়েছে আইপিএল।

আইপিএলের ২০২৩-২৭ চক্রে মোট ৪১০ ম্যাচ আয়োজন করা হবে। এই সময়ে টিভি ও ডিজিটাল স্বত্ব থেকে মোট ৪৪ হাজার ৭৫ কোটি রুপি পাবে বিসিসিআই।

প্যাকেজ ‘এ’ ও ‘বি’ ছাড়াও আরও দুইটি প্যাকেজ রেখেছে বিসিসিআই। প্যাকেজ ‘সি’-তে রয়েছে বিশেষ ১৮ ম্যাচের অনলাইন স্ট্রিমিং ও প্যাকেজ ‘ডি’-তে রয়েছে উপমহাদেশের বাইরের দেশগুলোর জন্য টিভি স্বত্ব। এই দুই স্বত্বের নিলাম এখনও শুরু হয়নি। এই দুইটি প্যাকেজ বিক্রি হলে সম্প্রচার স্বত্ব থেকে আইপিএলের আয়ের পরিমাণ জানা যাবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতে বাড়লো সাবেক ক্রিকেটার ও অফিসিয়ালদের পেনশন

ভারতে বাড়লো সাবেক ক্রিকেটার ও অফিসিয়ালদের পেনশন

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান

র‍্যাঙ্কিংয়ে ভারতকে পিছনে ফেললো পাকিস্তান

আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছে অ্যামাজন

আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার দৌড় থেকে সরে দাঁড়াচ্ছে অ্যামাজন

কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান

কোহলিকে আক্রমণাত্মক ভাবলেও বিস্মিত হতে হলো: রিজওয়ান