ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের পর্দা নেমেছে। প্রথমবার অংশ নিয়েই শিরোপা বাগিয়ে নিয়েছে গুজরাট টাইটান্স। দারুণ জমজমাট এক আসর শেষে একটি প্রশংসনীয় ঘোষণা নিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আইপিএলে কাজ করা প্রত্যেক স্টেডিয়ামের পিচ কিউরেটর ও মাঠ কর্মীদের জন্য সোয়া কোটি টাকা পুরষ্কার দেওয়ার ঘোষণা দিয়েছে বিসিসিআই।
সোমবার (৩০ মে) বিসিসিআই সাধারণ সম্পাদক জয় শাহ এক টুইট বার্তায় এই ঘোষণা দেন। টুইটারে তিনি বলেন, “আমি আনন্দের সাথে জানাতে চাই, যারা ২০২২ আইপিএলে সব ম্যাচ অনুষ্ঠিত হতে আমাদের সর্বাত্মক সাহায্য করেছে তাদের জন্য ১.২৫ কোটি রুপি পুরষ্কার ঘোষণা করছি। পর্দার আড়ালের নায়ক, আমাদের কিউরেটর ও মাঠ কর্মী যারা আইপিএলের ছয় ভেন্যুতে কাজ করেছে।”
বিসিসিআই প্রথমবার মাঠ কর্মী ও কিউরেটরদের জন্য এরকম কোনো পুরষ্কার ঘোষণা করলো। ঘোষিত বোনাসের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম পুনে, ডি ওয়াই পাতিল স্টেডিয়াম মুম্বাই, ওয়াংখেড়ে ও ব্র্যাবোর্ন স্টেডিয়াম পাবে ২৫ লক্ষ রুপি করে। এছাড়া ১২.৫ লক্ষ রুপি করে পাবে কলকাতার ইডেন গার্ডেনস ও নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
আইপিএলের ১৫তম আসরের গ্রুপ পর্বের ম্যাচ মোট চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। মুম্বাইয়ের তিনটি ও পুনের একটি স্টেডিয়ামে গ্রুপ পর্বের ৭০টি ম্যাচ আয়োজন করেছিল বিসিসিআই। প্লে অফ ও ফাইনাল অনুষ্টিত হয়েছে কলকাতার ইডেন গার্ডেনস ও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। গ্রুপ পর্বে ২০টি করে ম্যাচ হয়েছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে ও ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে।
এছাড়া ১৫টি করে ম্যাচ আয়োজিত হয়েছিল ব্র্যাবোর্ন স্টেডিয়াম ও পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে। আইপিএলের পুরো মৌসুম জুড়ে ম্যাচগুলো নির্বিঘ্নে আয়োজন করতে পারায় মাঠ কর্মী ও কিউরেটরদের ধন্যবাদ জানিয়েছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
আইপিএলে এবারই প্রথমবারের মতো দশ দল অংশগ্রহণ করে। নতুন দল হিসেবে অভিষেক হয় গুজরাট টাইটান্স ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। প্রথমবার আইপিএলে অংশ নিয়েই বাজিমাত করেছে গুজরাট। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে ফাইনালে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শিরোপা জয়ের উৎসবে মেতে ওঠে গুজরাট টাইটানস শিবির।
স্পোর্টসমেইল২৪/এসকেডি