ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার অংশগ্রহণ করেই শিরোপা জিতেছে গুজরাট টাইটানস। শুরুতে এসেই শিরোপা জয় করাটা চাট্টিখানি কথা নয়। এমন সাফল্যে উচ্ছ্বাসিত গুজরাটের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার মতে, এই সাফল্যে স্মরণীয় হয়ে থাকবে। প্রথমবারেই শিরোপা জেতাটা সবাই মনে রাখবে।
ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসকে সাত উইকেটে হারিয়েছে গুজরাট। ম্যাচ শেষে হার্দিক বলেন, ‘এই শিরোপাটি বিশেষ কিছু। কারণ আমরা একটি ইতিহাস তৈরি করতে চেয়েছিলাম। আগামী প্রজন্মও এটা নিয়ে কথা বলবে। সবাই মনে রাখবে, এই দলটি যাত্রা শুরুর প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়েছিল।’
ফাইনালে বল হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন হার্দিক। চার ওভারের কোটায় ১৭ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। তার বোলিং তোপে রাজস্থানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ১৩০ রানেই আটকে যায়। এমন বোলিং করার পেছনের গল্পও জানালেন ভারতীয় অলরাউন্ডার।
নিজের বোলিং সম্পর্কে হার্দিক বলেন, ‘আমি ঠিক এই সময়েই এটা দেখাতে চেয়েছিলাম, যার জন্য আমি কঠোর পরিশ্রম করেছি। আজকের দিনটি আমার দৃষ্টিকোণ থেকে সেরা একটি দিন। আমার স্পেলের দ্বিতীয় বলেই সাঞ্জু আউট হবার পরই বুঝেছিলাম আজ কিছু একটা ঘটতে চলেছে।’
বিগ হিট করার ক্ষমতার জন্য হার্দিক বেশ পরিচিত। তবে যতই রান করেন না কেন সবার আগে তার কাছে দল। দলের জেতাই মুখ্য। তিনি বলেন, ‘আমার কাছে দল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার সময় খারাপ যাক আর ভালো সময় আসুক, দল ট্রফি জিতলেই আমি খুশি। আমার কাছে সবার প্রথমেই দল।’
এবারের ১৫তম আসরে ১৪ ইনিংসে ব্যাট করে ৪৫ দশমিক ৩০ গড়ে ৪৮৭ রান করেছেন হার্দিক। সেই সঙ্গে বল হাতে তুলে নিয়েছেন ৮টি মূল্যবান উইকেট। এ নিয়ে আইপিএল ক্যারিয়ারের পঞ্চম শিরোপা জিতলেন ভারতীয় অলরাউন্ডার। এর আগে মুম্বাইয়ের হয়ে জিতেছেন চারটি শিরোপা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি