গুজরাট টাইটান্সের বাজিমাত, প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ এএম, ৩০ মে ২০২২
গুজরাট টাইটান্সের বাজিমাত, প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে প্রথমবারের মতো যুক্ত হয়েই চ্যাম্পিয়ন হওয়ার বাজিমাত করলো গুজরাট টাইটান্স। ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল রাজস্থান। সেই আসরে রাজস্থানের অধিনায়ক ছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। দীর্ঘ দিন পর দ্বিতীয়বার শিরোপা জয়ে ফাইনালে উঠলেও তার আর হলো না। দুর্দান্ত ফর্মে থাকা গুজরাটের কাছে পরাস্ত হলো রাজস্থান।

রোববার (২৯ মে) ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন। তবে তার সিদ্ধান্তের সঠিক মূল্যয়ন করতে পারেননি দলের ব্যাটাররা। গুজরাটের বোলারদের তোপের মুখে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ গড়ে রাজস্থান।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার শুভমাল গিলের ব্যাটে ১১ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। আইপিএলের ১৫তম আসরে প্রথমবারের মতো যুক্ত হয়েই আহমেদাবাদের দলটি শিরোপা স্বাদ নিলো।

মূলত ১২০ বলের ম্যাচে ১৩১ রানের টার্গেট পেয়েই চ্যাম্পিয়ন হওয়ার বার্তা পেয়ে যায় গুজরাট। যদিও শুরুতেই উইকেট হারিয়ে বসে দলটি। তবে ওপেনার শুভমান গিলের সাথে অধিনায়ক হার্দিক পান্ডিয়ার জুটিতে জয়ের ভীত গড়ে দলটি। শেষ দিকে পান্ডিয়া আউট হলেও ডেভিট মিলারকে সাথে নিয়ে ১১ বল বাকি থাকতেই জয় তুলে নেন শুভমান গিল।

পান্ডিয়া ৩০ বলে ৩৪ রান করেন। যেখানে ৩টি চারের সাথে একটি বিশাল ছক্কার মার ছিল। এছাড়া ওপেনার শুভমান গিল ৪৩ বলে অপরাজিত ৪৫ রান করেন। তার এ ইনিংসেও ৩টি চার ও একটি ছক্কা ছিল। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন ডেভিট মিলার। ১৯ বলের ইনিংসে ৩টি চার ও এক ছক্কায় ৩২ রান করেন তিনি।

আইপিএলে গুজরাট টাইটান্স নিজেদের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে আরও নিজের ব্যক্তিগত রেকর্ড গড়লেন হার্দিক পান্ডিয়া। আইপিএলে প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে নেমেই ঘরের মাঠে দলকে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ এনে দিলেন পান্ডিয়া।
sportsmail24
বিশ্বের জনপ্রিয় এ টুর্নামেন্টের ১৫তম আসরের ফাইনাল ম্যাচটি মাঠে বসেই দেখেছেন প্রায় এক লাখ মানুষ। এছাড়া ভারতীয় গণমাধ্যমের তথানুযায়ী, সারা বিশ্বের প্রায় অর্ধকোটি মানুষ টিভির সামনে বসে আইপিএল ফাইনাল দেখেছেন।

এদিকে, আইপিএলের ১৫তম আসরের ফাইনাল শুরুর আগেই গড়েছে আরেকটি বিশ্বরেকর্ড। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রদর্শিত হয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট জার্সি। বিশাল জার্সির উপরে ডান দিকে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতীক। নিচের দিকে ছিল আইপিএলের দশটি দলের প্রতীক। আর মাঝে বড় করে লেখা ছিল ১৫তম আইপিএল।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

বিশ্রাম নয়, কোহলিকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলীপ ভেংসরকারে

বিশ্রাম নয়, কোহলিকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলীপ ভেংসরকারে

ওয়াইড-নো বলেও রিভিউ চান ভেট্টোরি

ওয়াইড-নো বলেও রিভিউ চান ভেট্টোরি

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ