কোহলিদের বিদায়, ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ রাজস্থান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৯ এএম, ২৮ মে ২০২২
কোহলিদের বিদায়, ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে প্রথমবারের অংশগ্রহণেই ফাইনাল খেলা নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। আহমেদাবাদের এ ফ্র্যাঞ্চাইটির এবার ফাইনালের প্রতিপক্ষও পেয়ে গেল। বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুকে বিদায় দিয়ে ফাইনালে পা রেখেছে রাজস্থান রয়্যালস। ব্যাট হাতে আসরের চতুর্থ সেঞ্চুরি তুলে ব্যাঙ্গালোরুকে একাই বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন রাজস্থানের জস বাটলার।

শুক্রবার (২৭ মে) আসরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। টসের সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ পাওয়া যায় ব্যাঙ্গালোরুর ব্যাটিং দেখে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রানের সংগ্রহ গড়ে তারা। ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন রজত পাটিদার।

জবাবে ১১ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে ফাইনালে পা রাখে সাঞ্জু স্যামসনের দল রাজস্থান রয়্যালস। দলের পক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ৬০ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলেন তিনি। তার এ ইনিংসে ১০টি চারের মারের সাথে ৬টি ছক্কার মার ছিল।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৯ রানেই উইকেট হারায় ব্যাঙ্গালোরু। অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সাথে ওপেন করতে নেমে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফিরেন বিরাট কোহলি। এছাড়া অধিনায়ক প্লেসিস ২৫, রজত পাটিদার ৫৮, গ্লেন ম্যাক্সওয়েল ২৪ এবং শাহবাজ আহমেদ অপরাজিত ১২ রানের ইনিংস খেলেন। বাকিদের ব্যাটিং ব্যর্থতায় ১৫৭ রানের মাঝারি সংগ্রহ গড়ে ব্যাঙ্গালোরু।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনার যশস্বী জয়সওয়াল ২১ এবং অধিনায়ক সাঞ্জু স্যামসন ব্যক্তিগত ২৩ রানে ফিরে গেলেন ব্যাট হাতে ঝগ তোলের আরেক ওপেনার জস বাটলার। ৬০ বলে বাটলারের ব্যাট থেকে আসে অপরাজি ১০৬ রানের ইনিংস। আইপিএলের চলমান আসরে বাটলারের এটি চতুর্থ সেঞ্চুরি।

বাটলারের ১০৬ রানে ইনিংসে ১০টা চার ও ছয়টি ছক্কার মার ছিল। মূলত তিনি একাই ব্যাঙ্গালোরুকে শেষ করে দেন। বিপরূতে জস হ্যাজেলউড দু'টি উইকেট শিকার করলেও আরও কোনো বোলারই সেভাবে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। ম্যাচ সেরা হয়েছেন রাজস্থানের জস বাটলার।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স

আইপিএলের ফাইনালে গুজরাট টাইটান্স

নারী আইপিএলে একই দলে সালমা-সুপ্তা

নারী আইপিএলে একই দলে সালমা-সুপ্তা

দিল্লির হারে মধ্য রাতেই ব্যাঙ্গালুরু শিবিরে আনন্দের বন্যা

দিল্লির হারে মধ্য রাতেই ব্যাঙ্গালুরু শিবিরে আনন্দের বন্যা

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন