কলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবের হায়দরাবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৫ মে ২০১৮
কলকাতাকে হারিয়ে ফাইনালে সাকিবের হায়দরাবাদ

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ফাইনালে ওঠলো সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে হায়দরাবাদের ছুড়ে দেয়া ১৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানেই শেষ হয়ে যায় কলকাতার ইনিংস। ফলে কলকাতার বিপক্ষে ১৩ রানের জয় নিয়ে আইপিএলের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে হায়দরাবাদ।

শুক্রবার টসে হেরে ব্যাট করতে নেমে হায়দরাবাদের ঋদ্ধিমান সাহা ও শিখর ধাওয়ান ভালো শুরু এনে দেন। উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান ২৭ বলে করেন ৩৫ রান। ধাওয়ান করে ২৪ বলে ৩৪ রান। তবে দারুণ ছন্দে থাকা উইলিয়ামসন ব্যর্থ হয়েছেন এদিন। হায়দরাবাদ অধিনায়ক ফিরেন মাত্র ৩ রান করে।

মিডল অডারে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করেন সাকিব আল হাসান। সুনিল নারাইনকে টানা দুই চার হাঁকিয়ে সেই আভাসই দিচ্ছিলেন তিনি। তবে এর পরেই দুর্ভাগ্যজনক রান আউট। ২৪ বলে চারটি চারে ২৮ রান করেন সাকিব।

সাকিবের অসমাপ্ত কাজ শেষ করেন রশিদ খান। শেষের দিকে তার ঝড়েই ফাইনালে যাওয়ার লড়াইয়ে লড়াইয়ের পুঁজি পায় সানরাইজার্স হায়দরাবাদ। লড়াই করার জন্য হায়দরাবাদের সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রানের। ১০ বলে চারটি ছক্কা আর দুটি চারে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি।

বোলিংয়ে নেমেও দারুণ অবদার রাখলেন সাকিব ও রশিদ। দুই স্পিনারের দারুণ বোলিংয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ রানে কলকাতাকে হারালো হায়দরাবাদ। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করেত নেমে নিজেদের মাঠে ৯ উইকেটে কলকাতা সংগ্রহ করে ১৬১ রান।

ম্যাচ সেরা হয়েছেন রশিদ খান। আর ম্যাচের স্টাইলিশ খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন সাকিব আল হাসান।

ফাইনালে এখন চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ হলো সাকিবদের সানরাইজার্স হায়দরাবাদ। এই সানরাইজার্স হায়দরাবাদকেই ২ উইকেটে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠেছে ধনীর চেন্নাই সুপার কিংস।



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’

প্রকাশ হলো বিশ্বকাপের থিম সং ‘লাইভ ইট আপ’

এবার ক্রিকেটকে বিদায় বললেন জয়সে

এবার ক্রিকেটকে বিদায় বললেন জয়সে

বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি

বাছাইপর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি

ক্লান্তির দোহায় দিয়ে ডি ভিলিয়ার্সের অবসর ঘোষণা

ক্লান্তির দোহায় দিয়ে ডি ভিলিয়ার্সের অবসর ঘোষণা