নারী আইপিএল খ্যাত মেয়েদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এবারের আসরে টানা দ্বিতীয়বারের মতো সুযোগ পেয়েছেন বাংলাদেশের সালমা খাতুন। তার সঙ্গে বাংলাদেশের আরেক প্রতিনিধি হিসেবে আছেন শারমিন আক্তার সুপ্তা। তারা দু’জনেই ট্রেইলব্লেজার্স দলের হয়ে খেলবেন।
চলমান পুরুষদের আইপিএল শেষে চলতি মাসেই পুনেতে বসবে মেয়েদের ‘উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’। এবারের আসরে সালমা খাতুন ও শারমিন আক্তার সুপ্তা ডাক পেয়েছেন, বিষয়ে আগেই জানা গেলেও দল চূড়ান্ত ছিল না।
গত আসরে সালমা খাতুন ট্রেইলব্লেজার্সের হয়ে খেলেছেন। সেবার তার সঙ্গী ছিলেন বাংলাদেশের পেসার জাহানারা আলম। তবে এবার একই সময়ে সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে খেলায় আইপিএলে তার খেলা হচ্ছে না।
নিজের প্রথম দলের হয়ে শিরোপা জিতেছিলেন সালমা। দলের শিরোপা জয়ে তিন ম্যাচে ওভারপ্রতি ৪.৭০ রান দিয়ে তৃতীয় সর্বোচ্চ ৪ উইকেট শিকারী হয়েছিলেন বাংলাদেশের সালমা খাতুন।
আগের মতো এবার আসরে তিনটি দল প্রতিযোগিতা করবে। দলগুলো হলো- সুপারনোভাস, ট্রেইলব্লেজার্স ও ভেলোসিটি। ছেলেদের পর আইপিএলের মেয়েদের সংস্করণ হিসেবে আসরটিতে প্রতিষ্ঠিত করতে চায় ভারত।
টুর্নামেন্টের এ চতুর্থ আসরটি মাঠে গড়াবে ২৩ মে। তিন দিনের এ আসরের ফাইনাল ম্যাচ হবে ২৮ মে। টুর্নামেন্টের মোট চারটি ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
এবারের আসরে সালমা-সুপ্তাসহ মোট ১২জন বিদেশি নারী ক্রিকেটার সুুযোগ পেয়েছেন। প্রথমবারের মতো নারী আইপিএলে ডাক পেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন শারমিন আক্তার সুপ্তা। ফেসবুকে নিজের অ্যাকাউন্টে সালমা খাতুনের সাথে ছবি শেয়ার করে দোয়া প্রার্থনা করেন বাংলাদেশের এ নারী ক্রিকেটার।
স্পোর্টসমেইল২৪/আরএস