গতির সাথে উমরানকে বোলিং বৈচিত্র্যও আনতে হবে: শামি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৪ মে ২০২২
গতির সাথে উমরানকে বোলিং বৈচিত্র্যও আনতে হবে: শামি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে গতির ঝলকে সবাইকে চমকে দিয়েছেন জম্মু-কাশ্মীর থেকে উঠে আসা ফাস্ট বোলার উমরান মালিক। দিন দিন গতি বাড়ানোর দিকে নজর দিচ্ছেন উমরান। উমরানকে গতির পাশাপাশি বোলিংয়ে বৈচিত্র্য আনার পরামর্শ দিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

গতির সঙ্গে বোলিং বৈচিত্র্য থাকলে একজন ফাস্ট বোলারকে খেলা যথেষ্ট কষ্টকর। শামি বলেন, ‘তার (উমরান) গতি আছে সেটা ঠিক। আমি গতির খুব বড় ভক্ত নই। বলে ১৪০ কিলোমিটার গতির সঙ্গে রিভার্স থাকলেই যেকোনো ব্যাটারের খেলতে কষ্ট হয়। তার গতি আছে, তবে বৈচিত্র্য আনতে হবে।’

আইপিএলের মঞ্চ থেকে অনেক ফাস্ট বোলার উঠে আসছেন। যেটা ভারতের ক্রিকেটের জন্যই মঙ্গলজনক। শামিও জানালেন একই কথা। ৩১ বছর বয়সী এই ফাস্ট বোলার বলেন, ‘আইপিএল থেকে অনেক ফাস্ট বোলার উঠে আসছেন। এটা দেখে ভালো লাগছে। এরাই আমাদের দেশের ভবিষ্যৎ।’

চলতি আসরে নিজেদের মেলে ধরা বোলারদের মধ্যে উত্তরপ্রদেশ থেকে উঠে আসা ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার মহসিনও আছেন। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে ভালো করেছেন তিনি। তাকে নিয়েও আশাবাদী শামি। তিনি বলেন, ‘মহসিন আমার সাথে অনুশীলন করেছে। সে তরুণ এবং শক্তিশালী। তবে তাকে পরিকল্পনার দিকে নজর দিতে হবে। শারীরিক এবং মানসিক উভয়ভাবেই একটি রুটিন প্রস্তুত করতে হবে।’

‘আমি মনে করি যে মহসিন এবং উমরান সহ ফাস্ট বোলারদের এই নতুন প্রজন্মটা খুব ভাল পারফর্ম করছে। তাদের অনেক আত্মবিশ্বাস রয়েছে। আমি আশা করি তারা অদূর ভবিষ্যতে ভারতের জন্য ভাল করবে।’ - শামি আরও যোগ করেন।

উদীয়মান তারকাদের বোলিং নিয়ে কথা বলার পাশাপাশি দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়েও কথা বলেছেন শামি। ইদানিং মাঠে ক্ষোভ ঝারতে দেখা যায় হার্দিককে। শামি বলেন, ‘আপনারা দেখেছেন তার স্বভাব কিছুটা আক্রমনাত্মক। আমি তাকে বলেছিলাম, “ভাই, এখন তোমার উপর অনেক দায়িত্ব। দয়া করে তোমার প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করো” কারণ সারা বিশ্ব ক্রিকেট দেখে।’

‘প্রথমবারের মতো অধিনায়কত্ব করা কোনো খেলোয়াড়ের পক্ষে কখনোই সহজ নয়। সেটাও এত বড় প্ল্যাটফর্মে। একজন খেলোয়াড় হিসেবে তিনি কেমন ছিলেন এবং অধিনায়ক হিসেবে তিনি কেমন, এই দুইটার পার্থক্যে আমি তার মধ্যে অনেক পরিবর্তন দেখেছি।’ - শামি যোগ করেন।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

আইপিএলের সম্প্রচারস্বত্ব কিনতে আগ্রহী গুগল-অ্যামাজন

ইনজুরিতে শেষ কামিন্সের আইপিএল

ইনজুরিতে শেষ কামিন্সের আইপিএল

ডি ভিলিয়ার্সকে আবারও ব্যাঙ্গালুরুতে চান কোহলি

ডি ভিলিয়ার্সকে আবারও ব্যাঙ্গালুরুতে চান কোহলি

কার্তিকের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভাগ্য নির্বাচকদের হাতে

কার্তিকের স্বপ্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ভাগ্য নির্বাচকদের হাতে