কলকাতা নাইট রাইডার্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরটা মোটেও ভালো কাটছিল না প্যাট কামিন্সের। দলটির হয়ে পাঁচ ম্যাচে ৭ উইকেট শিকার করেছেন। কিন্তু এর জন্য ওভারপ্রতি খরচ করেছেন ১০ এর উপরে রান। এবার আরও একটি দুঃসংবাদ শুনলেন কামিন্স। ইনজুরির কারণে আইপিএলের এই মৌসুমে আর খেলা হচ্ছে না অজি টেস্ট কাপ্তানের।
অ্যাশেজে তার অধিনায়কত্বেই ইংল্যান্ডকে হারের চোরাবালিতে আটকে ফেলেছিল অস্ট্রেলিয়া। বল হাতে পাঁচ ম্যাচে ২১ উইকেট নিয়ে ইংলিশদের আটকে রাখার কৃতিত্ব অনেকটাই অধিনায়ক কামিন্সের প্রাপ্য।
অ্যাশেজ সাফল্যের পর পাকিস্তানের বিপক্ষে তাদের ঘরের মাঠেও বল হাতে সফল ছিলেন প্যাট কামিন্স। কিন্তু আইপিএলে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। উল্টো ইনজুরির কবলে পড়ে মাঝপথেই বিদায় নিতে হচ্ছে।
সোমবার (৯ মে) মুম্বাইয়ের বিপক্ষে ২২ রানে তিন উইকেট শিকার করেন প্যাট কামিন্স। ওই ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এই ইনজুরি থেকে সরে উঠতে ঠিক কতদিন লাগবে তা এখনও জানা যায়নি।
তাই তো কলকাতার ডেরা ছেড়ে এখন নিজ দেশে ফিরবেন কামিন্স। সেখানে চলবে তার পুর্নবাসন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে শ্রীলঙ্কা সিরিজের আগেই সুস্থ হতে পারবেন তিনি।
চলতি বছরের জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া দল। এই সফরের ওয়ানডে এবং টেস্ট স্কোয়াডে আছেন প্যাট কামিন্স। টি-টোয়েন্টি সিরিজে তাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্পোর্টসমেইল২৪/পিপিআর