এক বছর আগেই সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার ব্যাটার এবি ডি ভিলিয়ার্স। বর্তমানে ক্রিকেট সংশ্লিষ্ট কোনোকিছুর সঙ্গেও জড়িত নন ‘মিঃ ৩৬০ ডিগ্রী’। তবে ভিলিয়ার্সকে আবারও ক্রিকেটে দেখতে চান তার সাবেক সতীর্থ ও বন্ধু ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।
বিরাট কোহলি আশাবাদী যে, ডি ভিলিয়ার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিল) ষোড়শ আসরেই নতুন ভূমিকায় পুরানো দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে (আরসিবি) ফিরে আসবেন। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে ডি ভিলিয়ার্স আরসিবি পরিবারের একটি বড় অংশ ছিলেন।
ভারতীয় এক গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় কোহলি বলেন, ‘আমি তাকে খুব মিস করি। তার সাথে নিয়মিত কথা বলি। তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে তার পরিবারের সাথে গলফ দেখছেন। সেখান থেকেই আরসিবিকে পর্যবেক্ষণ করছেন। আশা করি তিনি অন্য ভূমিকায় পরের বছর এখানে ফিরে আসবেন।’
বর্তমানে কোহলি তার ক্যারিয়ারে সবচেয়ে বাজে সময় পার করেছেন। আইপিএলের চলতি আসরে ১২ ম্যাচে মাত্র একটি ফিফটি সহ রান করেছেন ২১৬। তার মধ্যে গোল্ডেন ডাক মেরেছেন তিনবার। নিজের এমন সময়ে হতাশ কোহলিও। জীবনে এমন সময় কখনো আসেনি সেটাও জানালেন তিনি।
কোহলি বলেন, ‘আমার ক্যারিয়ারে আমার সাথে এমনটা কখনও ঘটেনি। এটা মনে করে আমার হাসি পায়। খেলাটা কোনদিকে যাচ্ছে আমি তো সব কিছুই দেখছি। তাও কিছু করার নেই।’ কোহলির সবচেয়ে উদ্বেগজনক ব্যাপার হলো, তিনি আউট হচ্ছে বিভিন্ন ধরণের বোলারদের বলে।
কোহলির এমন ফর্মের চারদিকে সমালোচনার ঝড়। তবে সেসবে কান দেন না ভারতের সেরা ব্যাটার। এ নিয়ে সাবেক অধিনায়ক বলেন্, ‘তারা (সমালোচকরা) আমার জুতা হতে পারবে না। আমি যা অনুভব করি, তারা সেটা অনুভব করতে পারবে না। তাই আমি তাদের কথায় কান দেই না।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি