ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সন (টি-টোয়েন্টি) আইপিএল এখন জনপ্রিয়তার শীর্ষে। ক্রিকেট বিশ্বে জনপ্রিয়তার তুঙ্গে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবার নারী ক্রিকেটারদের নিয়ে আইপিএল টুর্নামেন্ট চালু করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা ধরে রাখতে আগামী তিন বছরের মধ্যে নারীদের নিয়ে ‘নারী আইপিএল’ শুরুর চিন্তা-ভাবনা করছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা এক খবর নিশ্চিত করেছেন।
পরীক্ষামূলক হিসেবে এ মাসের শেষের দিকে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে একটি টি-টোয়েন্টি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। বিসিসিআইর প্রশাসক বিনোদ রায় এএফপিকে বলেন, ‘আগামী দুই থেকে তিন বছরের মধ্যে মহিলাদের আইপিএল করার পরিকল্পনা করছি আমরা।’
তবে নতুন লিগ নিয়ে এখনও কোন কিছু প্রকাশ করা হয়নি। গত বছর মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারত খেলতে পারায় আইপিএল শুরুর জন্য চাপ সৃষ্টি হয়েছে। আগামী ২২ মে মুম্বাইয়ে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মহিলা খেলোয়াড়রা আইপিএলের নিয়মে ভারত দলের সাথে প্রদর্শনী ম্যাচ খেলবে।
রায় বলেন, মুম্বাইয়ে পুরুষদের আইপিএলের প্রথম প্লে-অফের আগে বিসিসিআই একাদশ ও আইপিএল একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। গত বছর মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যাওয়া ভারত দলের অধিনায়ক মিথালি রাজ প্রদর্শনী ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন।
বিশ্বকাপে দুর্দান্ত সাফল্যের আইসিসি মহিলা খেলোয়াড়দের জন্য আরও অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছে।