চলমান ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) শেষেই শুরু হবে উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ, যা নারী আইপিএল নামে পরিচিত। চার ম্যাচের এ আসরে গতবার বাংলাদেশ থেকেই দুইজন নারী ক্রিকেটার খেললেও এবার সদস্য সংখ্যা কমেছে। পুরুষ আইপিএলের ন্যায় নারীদের এ আসরেও বাংলাদেশ থেকে খেলবেন মাত্র একজন।
নারী আইপিএলের গত আসরে বাংলাদেশ থেকে জাহানারা আলম এবং সালমা খাতুন খেলেছিলেন। তবে, এবার নারী আইপিএলে ডাক পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। দুবাইয়ে ‘ফেয়ারব্রেক’ নামের আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে খেলা জাহানারা আলমকে এবার কেউ দলে নেয়নি।
গত আসরেই নারী আইপিএলে অভিষেকে হয়েছিল বাংলাদেশের স্পিনার সালমা খাতুনের। অভিষেক আসরেই বল হাতে বাজিমাত করেছিলেন তিনি। প্রতিটি ম্যাচেই ভালো খেলা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কের দল ট্রেইল ব্লেজার্স চ্যাম্পিয়ন হয়েছিল। গত আসরে ভালো খেলায় এবারও তাকে ধরে রেখেছে।
এদিকে, নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপেও দারুণ ছন্দে ছিলেন সালমা খাতুন। নিজের পারফর্ম্যান্সে বিশ্বকাপে আইসিসি সেরা একাদশেও জাগয়া পেয়েছিলেন তিনি। বাংলাদেশ থেকে আইসিসি বিশ্বকাপ একাদশে জায়গা পাওয়া একমাত্র ক্রিকেটার ছিলেন সালমা।
জানা গেছে, নারী আইপিএলে খেলার জন্য ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনুমতিপত্রও পেয়ে গেছেন সালমা। সবকিছু ঠিক থাকলে ১৫ মে (রোববার) টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেলতে ভারত যাবেন তিনি।
আইপিএলে ডাক পাওয়ায় এক প্রতিক্রিয়া সালমা জানিয়েছেন, খুবই ভালো লাগছে যে, এবারও আইপিএলে দল পেয়েছি। চেষ্টা করবো আগের চেয়েও ভালো করতে। এবার যেহেতু ভারতে খেলা, কন্ডিশনও আমাদের মতোই, আশা করি ভালো কিছু করতে পারবো।
তিন দলের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের এবারের আসর মাঠে গড়াবে ২৩ মে। দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মে, ২৬ মে লিগের শেষ ম্যাচ এবং ২৮ মে অনুষ্ঠিত হবে ফাইনাল লড়াই। এবারের আসরের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে পুনে।
স্পোর্টসমেইল২৪/আরএস