আইপিএলের চলমান আসরে দ্রুততম পাঁচ বলে চারটাই উমরানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ০২ মে ২০২২
আইপিএলের চলমান আসরে দ্রুততম পাঁচ বলে চারটাই উমরানের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতির ঝড় তুলে আলোচনার জন্ম দিয়েছেন ভারতের তরুণ পেসার উমরান মালিক। আইপিএলের ১৫তম আসরের সর্বোচ্চ গতির পাঁচটি বলের চারটিই এসেছে এই কাশ্মিরি তরুণের কাছ থেকে। এবার দ্রুততম বলের রেকর্ডও নিজের করে নিয়েছেন তিনি।

আইপিএলের ১৫তম আসরের প্রথম থেকেই গতির ঝড় তুলেছেন উমরান মালিক। তার গতিময় বোলিংয়ে দিশেহারা হয়েছে প্রতিপক্ষের ব্যাটাররা।

আইপিএলের ১৫তম আসরের দ্রুততম বলের রেকর্ড শুরুতেই নিজের করে নিয়েছেন গুজরাট টাইটান্সের কিউই পেসার লুকি ফার্গুসন। ১৫৩ দশমিক ৯ কিমি প্রতি ঘণ্টায় বোলিং করেছিলেন তিনি।

রোববার (১ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামে সানরাইজার্স হায়দরাবাদ। এই ম্যাচে চেন্নাইয়ের ইনিংসের ১০ম ওভারে ১৫৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করেন তিনি।

এছাড়াও একই ম্যাচের ১৯তম ওভারে আবারও ১৫৪ কিমি প্রতি ঘণ্টা গতিতে বোলিং করেন এই তরুণ পেসার। ম্যাচে নিজের সর্বোচ্চ গতিতে বোলিং করলেও বল হাতে খুব একটা ছন্দে ছিলেন না উমরান মালিক।

চেন্নাইয়ের বিপক্ষে নিজের কোটার পুরো ৪ ওভার বোলিং করে ৪৮ রান দিয়েছিলেন এই পেসার। দলও হেরেছে ধোনির নেতৃত্বাধীন চেন্নাইয়ের কাছে।

আইপিএলের ১৫তম আসরের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গতিময় বলও তার দখলে। এই বলগুলো করেছেন যথাক্রমে ১৫৩.৩,১৫৩.১ এবং ১৫২.৯ কিমি প্রতি ঘণ্টা গতিতে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আচরণবিধি ভেঙে জরিমানা দিলেন পৃথ্বী শ

আচরণবিধি ভেঙে জরিমানা দিলেন পৃথ্বী শ

আইপিএল রেকর্ডে শচীনের পাশে ঋতুরাজ

আইপিএল রেকর্ডে শচীনের পাশে ঋতুরাজ

রাজস্থানে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ

রাজস্থানে যুক্ত হলো যুক্তরাষ্ট্রের বড় বিনিয়োগ

জাদেজার অনুরোধে চেন্নাইয়ের অধিনায়কত্বে ধোনি

জাদেজার অনুরোধে চেন্নাইয়ের অধিনায়কত্বে ধোনি