ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে জরিমানার কবলে পড়েছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনিং ব্যাটার পৃথ্বী শ। আচরণবিধি ভাঙার অভিযোগে তাকে জরিমানা করে আইপিএলের গর্ভনিং কাউন্সিল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।
বিবৃতিতে জানানো হয়েছে, রোববার (১ মে) লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে পৃথ্বী শ আইপিএলের আচরণবিধির ২.২ এর অধীনে লেভেল ওয়ান ভেঙে অভিযুক্ত হয়েছেন । এই কারণে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
আইপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ রেফারির দেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে গৃহীত হবে। ম্যাচ রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।
আচরণবিধি ভাঙার অভিযোগ মেনে নিলেও ঠিক কি অপরাধ করেছেন সেই বিষয়টি খোলাসা করেনি আইপিএল কর্তৃপক্ষ। আইপিএলের ১৫তম আসরে আচরণবিধি ভাঙার দায়ে অভিযুক্ত ক্রিকেটারদের অপরাধ প্রকাশ করেনি বিসিসিআই।
চলতি আইপিএলে ব্যাট হাতে বেশ দারুণ সময় কাটাচ্ছেন দিল্লির এই তরুণ ব্যাটার। ৯ ম্যাচে ব্যাট হাতে পেয়েছেন দুইটি অর্ধশতক । এছাড়া একাধিক ম্যাচে দিল্লিকে ঝড়ো শুরু এনে দিয়েছেন পৃথ্বী। চলতি আইপিএলে ব্যাট হাতে তার সংগ্রহ ২৫৯ রান।
পৃথীর দল দিল্লির খুব একটা ভালো অবস্থানে নেই চলতি আসরে। ৯ ম্যাচে মাত্র ৪টিতে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। প্লে অফ খেলতে হলে প্রয়োজন নিজেদের জয়ের পাশাপাশি অন্য দলগুলোর হার!
স্পোর্টসমেইল২৪/পিপিআর