দিনকে দিন বেড়েই চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চাহিদা। এরই ধারাবাহিকতায় এই টুর্নামেন্টের দল রাজস্থান রয়্যালসে বিনিয়োগ করছেন যুক্তরষ্ট্রের বাস্কেটবল লিগ এনবিএ-র তারকা ক্রিস পল এবং এনএফএলের তাকা ল্যারি ফিটজেরাল্ড এবং কেলভিন বেচুম। বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।
ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। বলিউড তারকাসহ বড় বড় অনেক ব্যবসায়ীই বিনিয়োগ করেছেন এই টুর্নামেন্টে। এরই ধারাবাহিকতায় আইপিএলে এবার দেখা মিলবে মার্কিন তিন ক্রীড়া তারকাকে।
আইপিএলের উদ্বোধনী আসরের চ্যাম্পিয়ন ছিল রাজস্থান রয়্যালস। ২০০৮ সালের চ্যাম্পিয়ন দলে বিনিয়োগ করতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তিন ক্রীড়া তারকা। বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান কর্তৃপক্ষ।
রাজস্থান এক বিবৃতিতে জানিয়েছে, “ ক্রিস, ল্যারি এবং ক্যালভিন আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা সবাই মিলে রয়্যালসকে একটি আন্তর্জাতিক মানের ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চাই।”
ক্রিকেট বিশ্বে আস্তে আস্তে বাড়ছে মার্কিনদের পথচলা। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক হওয়ার পর থেকেই যেন হু হু করে বেড়ে চলেছে মার্কিনিদের এই বিনিয়োগ। আস্তে আস্তে মার্কিন মুলুকে জনপ্রিয় হয়ে উঠছে ক্রিকেট।
আইপিএলে দল রাজস্থানে বিনিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ওই তিন তারকাও। ক্রিস পল জানিয়েছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম অ্যাথলেট হিসেবে আইপিএলে বিনিয়োগ করতে আমি মুখিয়ে আছি। আমি আশা করি, সেখানে বিনিয়োগের মাধ্যমে দারুণ একটি অভিজ্ঞতা হবে আমার।”
এছাড়াও কেলভিন বুচাম এক বিবৃতিতে জানিয়েছেন, “আমি ক্রিকেটের বিশ্বায়ন নিয়ে খুবই সচেতন। আমি রয়্যালস পরিবারের যোগ দিতে পেরে গর্বিত।”
আইপিএল ছাড়াও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) মালিকানা রয়েছে রাজস্থান রয়্যালসের। সিপিএলের দল বার্বাডোস রয়্যালসের মালিকানাও রয়েছে এই ফ্রাঞ্চাইজিটির হাতে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর