ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা আট ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নবম ম্যাচে এসে ভেঙেছে দলটির হারের বৃত্ত। আর এই জয়ে বড় অবদান রেখেছিলেন তরুণ স্পিনার কুমার কার্তিকেয়া। দারুণ খেলায় নয় বছর পর নিজ বাড়িতে ফিরবেন এই স্পিনার।
শনিবার (৩০ এপ্রিল) রাজস্থানের বিপক্ষে ৫ উইকেটে জয় পায় মুম্বাই। এই ম্যাচে রাজস্থানকে ১৫৮ রানে আটকে দেয় রোহিত শর্মার দল। বল হাতে বড় ভূমিকা রাখেন অভিষিক্ত স্পিনার কুমার কার্তিকেয়া।
দিন দুয়েক আগেই ইনজুরি আক্রান্ত আরশাদ খানের বদলি হিসেবে কুমার কার্তিকেয়াকে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ানস। আর দলের সুযোগ পাওয়ার এক দিন পরেই মুম্বাইয়ের জার্সিতে খেলেন নিজের আইপিএল অভিষেক ম্যাচ। এদিন চার ওভার বোলিং করে মাত্র ১৯ রানে নিয়েছেন এক উইকেট।
আর দারুণ এই অভিষেকের পর বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উত্তর প্রদেশের এই ক্রিকেটার জানিয়েছেন, জীবন কিছু অর্জন করতে বাড়িতে না ফেরার পণ করেছিলেন। আর শেষ পর্যন্ত আইপিএলে সুযোগ পেয়েই বাড়িতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
কুমার কার্তিকেয়া বলেন, “আমি নয় বছর ধরে বাড়ি যাই না। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবনে কিছু অর্জন করার পরেই কেবল বাড়ি যাবো। আমার বাবা-মা প্রায়ই ফোন করতেন কিন্তু আমি মত বদলাইনি। এখন আমি আইপিএলের পর বাড়ি ফিরবো।”
আরও জানান, রাজস্থানের বিপক্ষে মাঠে নামার আগে বেশ নার্ভাস ছিলেন। তিনি বলেন, “আমি রহস্য বোলার। এখন বেশ ভালো লাগছে। যখন জানতে পারলাম আমি খেলবো, খুব নার্ভাস ছিলাম। তবে রাতেই সব ব্যাটারের জন্য পরিকল্পনা করে রাখি। শচীন (টেন্ডুলকার) স্যারের উপদেশে অনেক অনুপ্রেরণা পেয়েছি।”
২৪ বছর বয়সী এই স্পিনার মধ্য প্রদেশের হয়ে এখন পর্যন্ত ৯ টি প্রথম শ্রেণির ম্যাচ, ১৯ লিস্ট ‘এ’ এবং ৯ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি শিকার করেছেন মোট ৬৩ উইকেট।
স্পোর্টসমেইল২৪/পিপিআর