ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফলতম দল মুম্বাই ইন্ডিয়ান্স এবার যেন জিততেই ভুলে গিয়েছিল। টানা আট ম্যাচ হেরে দলটির যখন প্লে অফ খেলতে না পারা নিশ্চিত, সেই সময়ই পেল ১৫তম আসরের প্রথম জয়। রাজস্থান রয়্যালসকে ৫ উইকেটে হারিয়ে তুলে নিয়েছে এবারের আসরের প্রথম জয়।
শনিবার (৩০ এপ্রিল) প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৫৮ রানে থামে রাজস্থানের ইনিংস। ১৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে একবার জীবন পাওয়া ঈশান কিশাণ ১৮ বলে ২৬ রানের ইনিংস খেলেন। এরপরেই জুটি গড়েন তরুণ তিলক ভার্মা এবং সূর্যকুমার যাদব। দু’জনের ৮১ রানের জুটিতে জয়ের বন্দরের কাছে পৌঁছে যায় মুম্বাই ইন্ডিয়ান্স।
শেষদিকে অজি তারকা টিম ডেভিড ৯ বলে ২০ ক্যামিও ইনিংস খেলে মুম্বাইয়ের জয় নিশ্চিত করেন। মুম্বাইয়ের জয়ের দিনেও ব্যাট হাতে ছন্দে ফিরতে পারেননি অধিনায়ক রোহিত শর্মা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় রাজস্থান রয়্যালস। এক প্রান্ত আগলে রেখে দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার চেষ্টা করেন দারুণ ছন্দে থাকা জশ বাটলার। শেষ পর্যন্ত ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন তিনি।
বাটলার ছাড়া রাজস্থানের মাত্র একজন ব্যাটারই ২০ রানের বেশি করতে পেরেছিলেন। অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন ৯ বলে খেলেন ২১ রানের ইনিংস।
৯ ম্যাচে প্রথম জয়ে ২ পয়েন্ট নিয়ে তলানিতেই রয়েছে মুম্বাই। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রাজস্থান।
স্পোর্টসমেইল২৪/পিপিআর