উমরানের লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৮ এপ্রিল ২০২২
উমরানের লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে বল হাতে আগুন ঝরাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার উমরান মালিক। বুধবার (২৭ এপ্রিল) গুজরাট টাইটান্সের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেটে,যার চারটিই আবার বোল্ড! গতির ঝড় তোলা উমরান জানালেন, তার লক্ষ্য ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করা।

উমরান দারুণ বোলিং করলেও হেরে গেছে তার দল হায়দ্রাবাদ। তবে রশিদ খান-রাহুল তেওয়াটিয়ার বীরত্ব ছাপিয়ে ম্যাচসেরার পুরস্কার বাগিয়ে নিয়েছেন জম্মু থকে উঠে আসা এই গতিতারকা। মজার বিষয় হলো, গুজরাটের যে ৫ উইকেটে পতন হয়েছে তার সবকটিই পেয়েছেন উমরান। খরচ করেছেন মাত্র ২৫ রান।

গুজরাটের ওপেনার ঋদ্ধিমান সাহাকে বোল্ড করা বলটা বোধহয় চোখেই দেখেননি তিনি। গতি ছিল ১৫৩.৮! ম্যাচ শেষে উমরান জানিয়েছেন, তিনি ১৫৫ কিলোমিটার গতিতেও বল করতে চান। সেই সঙ্গে ভালো বোলিং করে দলের জয়েও অবদান রাখার ইচ্ছের কথা জানিয়েছেন ২২ বছরের এই তরুণ।

উমরান বলেছেন, ‘টাইটান্সকে আটকাতে যতটা সম্ভব দ্রুত গতির বল করতে চেয়েছিলাম। মাঠটি কিছুটা ছোট। তাই স্টাম্পে বল রাখতে চেয়েছিলাম। গতির সঙ্গে স্টাম্প লক্ষ্য করে বল করার চেষ্টা করে গিয়েছি। একদিন আমি ১৫৫ কিমি ঘণ্টা গতিতেও বল করবো। তবে এই মুহুর্তে ভালো বোলিং করতে চাই।’

গুজরাটের বিপক্ষে আগে ব্যাট করে ১৯৫ রানের বিশাল পুঁজি দাঁড় করিয়েছিল হায়দ্রাবাদ। জবাবে খেলতে নেমে ঋদ্ধিমান সাহা, গুভমান গিল, রশিদ ও তেওয়াটিয়ার ব্যাটিংয়ে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে গুজরাট। মাঝে উমরান চেষ্টা করলেও অন্য বোলাররা তাকে সাহায্যই করতে পারেননি।

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত টুর্নামেন্টে ৮টি ম্যাচ খেলে ১৫টি উইকেট নিয়েছেন উমরান। অবিশ্বাস্যভাবে হলেও সত্যি যে, তার করা মোট বলের তার ৯০ শতাংশেরও বেশি ডেলিভারি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে করেছেন উমরান।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

চরম দুঃসময়ে অধিনায়ক ডু প্লেসিসকে পাশে পাচ্ছেন কোহলি

চরম দুঃসময়ে অধিনায়ক ডু প্লেসিসকে পাশে পাচ্ছেন কোহলি

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

পাকিস্তানি ক্রিকেটারকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’