আইপিএলে দ্বিতীয়বারের মতো জরিমানা গুণলেন রাহুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৫ এপ্রিল ২০২২
আইপিএলে দ্বিতীয়বারের মতো জরিমানা গুণলেন রাহুল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে দ্বিতীয়বার জরিমানা দিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে স্লো ওভার রেটের জন্য জরিমানা দিতে হলো তাকে। পাশাপাশি দলের অন্যান্য সদস্যদের প্রত্যেককে দিতে হবে ৬ লাখ রুপি জরিমানা।

এর আগেও চলমান আইপিএলে একবার স্লো ওভার রেটের জন্য জরিমানা দিয়েছিলেন রাহুল। প্রথমবার ১২ লক্ষ জরিমানা হলেও এবার রাহুলকে জরিমানা করা হয়েছে ২৪ লক্ষ রুপি। মুম্বাইয়ের বিপক্ষে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের একাদশে থাকা বাকি সদস্যদের ৬ লক্ষ রুপি করে জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ এপ্রিল) আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চলতি মৌসুমে দ্বিতীয় শতকের দেখা পেয়েছেন লোকেশ রাহুল। মুম্বাইকে চলমান মৌসুমে টানা ৮ ম্যাচের পরাজয়ের স্বাদ দেওয়া লক্ষ্ণৌ সুপার জায়ান্টস এদিন পেয়েছে ৩৬ রানের জয়।

চলমান আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই শতকে ৩৬৮ রান নিয়ে লোকেশ রাহুল রয়েছে দ্বিতীয় স্থানে। রাজস্থান রয়্যালসের ইংলিশ ব্যাটার জস বাটলার তিন শতকের সাহায্যে ৪৯১ রান নিয়ে শীর্ষে রয়েছেন।

আইপিএলের ১৫তম আসরে আরও একবার স্লো ওভার রেটের কারণে জরিমানায় পড়লে এক ম্যাচ নিষিদ্ধ হবেন লোকেশ রাহুল। আইপিএলের নিয়ম অনুযায়ী এক আসরে তিনবার স্লো ওভার রেটের জরিমানা হলে এক ম্যাচ নিষিদ্ধ হন অধিনায়ক।

আইপিএলের ১৫তম আসরে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে। অন্যদিকে চলমান আসরে কোন জয় না পাওয়া পাঁচবারের আইপিএল শিরোপা জয়ী মুম্বাই ইন্ডিয়ান্সের জায়গা হয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে গুজরাট টায়টান্স।



শেয়ার করুন :