গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৪ এপ্রিল ২০২২
গ্লেন ম্যাকগ্রার চোখে উমরান ‘খুবই বিপদজনক’

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে গতির ঝড় তুলে ব্যাটারদের অস্বস্তিতে ফেলে দিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদের ফাস্ট বোলার উমরান মালিক। অনেকেই কিংবদন্তিই তার গতির প্রশংসা করেছেন। এবার মুগ্ধ হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা। তার চোখে উমরান ‘খুবই বিপদজনক’।

বর্তমানে এমআরএফ পেস ফাউন্ডেশনের পরিচালক হিসাবে ভারতে রয়েছেন ম্যাকগ্রা। তিনি মনে করেন, নির্বাচকরা এই তরুণকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন। উমরান ২০১৮-১৯ সালের দিকে এমআরএফ পেস ফাউন্ডেশনে প্রশিক্ষণ নিয়েছিলেন।

ম্যাকগ্রা বলেন, ‘আমি নিশ্চিত নির্বাচকরা তার প্রতি খুবই আগ্রহী হবেন। তারা তাদের দেশের জন্য এমন গতিমান একজন বোলারকে পছন্দ করবে। ইয়র্কার বোলিং করা অনেক কঠিন কাজ। সে (উমরান) যে গতিতে বোলিং করে,তা তাকে খুবই বিপদজনক করে তোলে।’

উমরানের গতিতে মুগ্ধ হলেও বাকি দিকগুলোতে এই তরুণকে নজর দিতে বলেছেন ম্যাকগ্রা। অজি কিংবদন্তি বলেন, ‘পেস গুরুত্বপূর্ণ কিন্তু এটিই সব কিছু নয়। আপনি চান না যে কেউ প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করেও ওয়াইড দিক। তাই বলের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে।’

উদাহরণ হিসেবে স্বদেশী ফাস্ট বোলার মিচেল জনসনকে টেনেছেন সাবেক অজি গতি তারকা। তিনি বলেন, ‘মিচেল জনসন এমন একজনের উদাহরণ ছিলেন। যার নিখুঁত গতি ছিল। সেই সঙ্গে বলকে নিয়ন্ত্রণ করে সে একজন বিপদজনক বোলার হয়ে উঠেছে।’

গত ১০ বছর ধরে পেস ফাউন্ডেশনে আছেন ম্যাকগ্রা। এই সময়ে ভারতের ফাস্ট বোলারদের অগ্রগতি দেখে সন্তুষ্ট ৫২ বছর বয়সী ম্যাকগ্রা। তিনি বলেন, ‘এখানে স্পিনারদের জন্য কন্ডিশন সবসময়ই ভালো। আমি শুনেছি ভারতের পিচগুলো এখন একটু আলাদা। পেসারদের জন্য অনেক কিছু রয়েছে যা দুর্দান্ত।’

আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন উমরান। তাতে উইকেট নিয়েছেন ১০টি। উইকেট শিকারীদের তালিকায় সেরা দশে আছেন জম্মু-কাশ্মীরের থেকে উঠে আসা এই গতি তারকা।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

সেঞ্চুরিহীন শত ম্যাচ, কোহলির বিশ্রাম চাইলেন শাস্ত্রী

সেঞ্চুরিহীন শত ম্যাচ, কোহলির বিশ্রাম চাইলেন শাস্ত্রী

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা