আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ এপ্রিল ২০২২
আম্পায়ারিং নিয়ে সমালোচনা, ওয়াটসন বললেন ‘মেনে নিতে হবে’

আম্পায়ারিং নিয়ে ক্রিকেট মহলে বিতর্কের শেষ নেই। আন্তর্জাতিক ম্যাচ হোক আর ঘরোয়া ক্রিকেট, ইদানিং খুব চোখে পড়ছে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত। এবার বিতর্কিত আম্পায়ারিংয়ের নজির দেখা গেল ভারতের শীর্ষ টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)।

শুক্রবার (২২ এপ্রিল) দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের মধ্যকার ঘটনা। দিল্লির ইনিংসের শেষ ওভারেই ঘটনার শুরু। সমীকরণ ছিল ৬ বলে ৩৬! এমন অবস্থায় শেষ ওভারের প্রথম তিন বলে ওবেদ ম্যাকয়কে তিনটি ছক্কা হাঁকান রভম্যান পাওয়েল। চতুর্থ বলটিও সপাটে হাঁকিয়েছিলেন তিনি।

তবে কোমরের উপরে হওয়ায় বলটি বাউন্ডারি পার হয়নি। এই বল নিয়েই ‘নো বল’ বিতর্কের শুরু। কোমরের উপরে হওয়া সত্ত্বেও বলটি বৈধ বলে ঘোষণা করেন আম্পায়ার। আর এ নিয়েই শুরু হয় চারদিকে সমালোচনা। ম্যাচ শেষে এই প্রসঙ্গে কথা বলছেন দিল্লির সহকারী কোচ শেন ওয়াটসনও।

দিল্লির প্রধান কোচ রিকি পন্টিং না থাকায় ম্যাচে দায়িত্বে ছিলেন শেন ওয়াটসন। তিনি বলেন, ‘সেই শেষ ওভারে যা ঘটেছিল তা খুবই হতাশাজনক ছিল। দুর্ভাগ্যবশত, আমরা খেলায় যেই অবস্থানে ছিলাম যেখান থেকে ফিরতে পারিনি। আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক বা ভুল যাই হোক, আমাদেরকে মেনে নিতে হবে।’

‘শেষ পর্যন্ত ব্যাপারটা হলো, আপনাকে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হবে তা ভালো হোক বা না হোক। তাই শেষ পর্যন্ত আমাদের খেলা চালিয়ে যেতে হবে। তরুণদের শেখানো হয় যে, আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে হবে এবং আমাদেরও তাই করা উচিত ছিল।’ - ওয়াটসন যোগ করেন।

অন্যদিকে আম্পায়ারিং নিয়ে ক্ষোভ ঝারলেও পরে বাস্তবতা মেনে নিয়েছেন দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত। তিনি বলেন,’আমি ভেবেছিলাম যে নো বলটা আমাদের জন্য মূল্যবান হতে পারে কিন্তু এটা আমার নিয়ন্ত্রণে নেই। হ্যাঁ আমি হতাশ কিন্তু এটা নিয়ে বেশি কিছু করতে পারছি না।’

আম্পায়ারিং নিয়ে বিতর্কের ম্যাচে রাজস্থানের দেয়া ২২৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের খুব কাছে এসেও ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৭ রানেই থেমে যায় দিল্লির ইনিংস। ১৫ রানের হার মেনে নেয় মোস্তাফিজদের দল।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

আইসোলেশনে মোস্তাফিজদের হেড কোচ পন্টিং

আইসোলেশনে মোস্তাফিজদের হেড কোচ পন্টিং

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

আমি খেললে কোহলি এতো রান করতে পারতো না: শোয়েব আখতার

সেঞ্চুরিহীন শত ম্যাচ, কোহলির বিশ্রাম চাইলেন শাস্ত্রী

সেঞ্চুরিহীন শত ম্যাচ, কোহলির বিশ্রাম চাইলেন শাস্ত্রী

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা