ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালসে হানা দিয়েছে করোনা। একদিন আগেই জানা গিয়েছিল ক্রিকেটার মিচেল মার্শসহ করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচজন। এবার সেই সংখ্যা দাঁড়ালো ছয় জনে।
বুধবার (২০ এপ্রিল) ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, দিল্লির উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার করোনা র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার করোনা পজেটিভ আসে।
এর আগে দিল্লির অজি তারকা মিচেল মার্শ করোনা পজিটিভ হয়েছিলেন। এছাড়াও দলটি ফিজিও এবং চিকিৎসকসহ আরও চারজন করোনা পজিটিভ হয়েছেন।
দিল্লি দলে করোনা হানা দেওয়ায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচটি পুনে থেকে মুম্বাইয়ের ব্যাব্রোন স্টেডিয়ামে সরিয়ে এনেছে আইপিএল কর্তৃপক্ষ। সেই ম্যাচের আগ মুহূর্তেই জানা গেল আরও একজন ক্রিকেটার করোনা পজিটিভ।
মিচেল মার্শ করোনা পজিটিভ হওয়ার পর পুরো দলকেই রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে। এই সময় দলের সব সদস্যকে করোনা হয়েছিল আরটি পিসিআর টেস্ট। তবে সেখানে কোনো ক্রিকেটার কিংবা কোচিং স্টাফের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়নি। তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে টিম সেইফার্টের শরীরে পাওয়া গেছে করোনার অস্তিত্ব।
বুধবার মুম্বাইয়ের ব্যাব্রোন স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে দিল্লির। ম্যাচটি অনুষ্ঠিত হবে কি-না সেই বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের ১৫তম আসরে পাঁচ ম্যাচে দুই জয় এবং তিন হারে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের আট নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর