আইপিএলে পাল্টে গেছে দিল্লি-পাঞ্জাবের ভেন্যু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৯ এপ্রিল ২০২২
আইপিএলে পাল্টে গেছে দিল্লি-পাঞ্জাবের ভেন্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মোস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস শিবিরে হানা দিয়েছে করোনা। কোচিং স্টাফ এবং ক্রিকেটারসহ পাঁচজন করোনা আক্রান্ত হওয়ায় পুরো দলকেই করা হয়েছে হোটেল বন্দি। করোনা পরীক্ষায় নেগেটিভ আসলে বাকিদের চলাফেরা করতে কোনো বাঁধা থাকবে না। দিল্লি দলে করোনা হানা দেওয়ায় করোনাভাইরাস মহামারির কারণে পরিবর্তন করা হয়েছে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসে মধ্যকার ম্যাচের ভেন্যু। 

মঙ্গলবার (১৯ এপ্রিল) আইপিএলের গর্ভনিং কাউন্সিলের এক সভায় ভেন্যু বদলের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক বিবৃতিতে জানিয়েছে, লম্বা সফরে নতুন কোন সমস্যা এড়াতেই দিল্লি এবং পাঞ্জাব ম্যাচের ভেন্যু পুনে থেকে সরিয়ে মুম্বাইয়ের ব্যাব্রোন স্টেডিয়ামে সরিয়ে আনা হয়েছে। 

একই বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানিয়েছে দিল্লি ক্যাপিটালসের মোট ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন ক্রিকেটার এবং বাকিরা সবাই সাপোর্ট স্টাফ। বিবৃতিতে একই সাথে কে কবে করোনা আক্রান্ত হয়েছেন সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হয়েছে।

দিল্লি দলে প্রথম করোনা আক্রান্ত হন ফিজিও প্যাট্রিক ফারহার্ট। এরপরেই পুরো স্কোয়াডে করোনাভীতি ছড়িয়ে পড়ে। এই কারণে নিজেদের শেষ ম্যাচে জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ক্রিকেটারদের সাথে হাতও মেলায়নি দিল্লির খেলোয়াড়রা। 

বিসিসিআই আরও জানিয়েছে, বুধবার (২০ এপ্রিল) কোন কারণে দিল্লি ও পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত না হয় তাহলে আইপিএলের সুচি আবার নতুন করে করা হবে। ম্যাচের দিন অর্থাৎ বুধবার সকালে দিল্লির সকল খেলোয়াড় ও কোচিং স্টাফদের আরো একবার আরটি পিসিআর টেস্ট করা হবে। সেখানে বাকিরা করোনা নেগেটিভ হলে তবেই মিলবে ম্যাচ খেলার অনুমতি।

আইপিএলের ১৫তম আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলেছে দিল্লি ক্যাপিটালস। তিন হারের বিপরীতে দুই জয়ে ৪ পয়েন্ট টেবিলের আট নম্বরে অবস্থান করছে ঋষভ পান্থের দল। অন্যদিকে পাঞ্জাব কিংস ৬ ম্যাচ খেলে সমান সংখ্যক তিনটি করে জয়-পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের ৭ম স্থানে রয়েছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

মুম্বাইয়ে চার আইপিএল জুয়াড়ি আটক

মুম্বাইয়ে চার আইপিএল জুয়াড়ি আটক

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

উমরানের গতি ও সাফল্যের পেছনের গল্প জানালেন বাবা

আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে ভালোবাসি: উমরান মালিক

আমি ব্যাটারদের হেলমেটে আঘাত করতে ভালোবাসি: উমরান মালিক

মোস্তাফিজের দিল্লিতে আরও দু’জন করোনা আক্রান্ত, যাত্রা স্থগিত

মোস্তাফিজের দিল্লিতে আরও দু’জন করোনা আক্রান্ত, যাত্রা স্থগিত