ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৪ আসরের পাঁচটিতেই শিরোপা জিতেছে তারা। তবে ১৫তম আসরে ছয় ম্যাচ খেললেও একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি দলটি। এখন দলটির ভাগ্য ফেরাতে শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারকে খেলানোর পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।
সর্বশেষ কয়েক আসর ধরেই মুম্বাই ইন্ডিয়ান্সের ডেরায় আছেন অর্জুন টেন্ডুলকার। তবে একবারও মুম্বাইয়ের জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি তিনি।
তবে মুম্বাইয়ের ভাগ্য ফেরাতে এই অনিভিষিক্তর উপরই আস্থা রাখতে বললেন আজহারউদ্দিন। তিনি বলেন, “অর্জুনের মতো নতুন ক্রিকেটারদের সুযোগ দিতে পারে ওরা। অর্জুন তো ভালো খেলে। হয়ত মাঠে টেন্ডুলকার পদবি ওদের ভাগ্য ফিরিয়ে দেবে।”
অবশ্য আইপিএলের ১৫তম আসরে লক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে অর্জুনের অভিষেকের ইঙ্গিত দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। অবশ্য শেষ পর্যন্ত তার উপর আস্থা রাখতে পারেনি ফ্রাঞ্চাইজিটি।
এদিকে আইপিএলের ১৫তম আসরের আগে মেগা নিলামে ৮ কোটি রুপিতে টিম ডেভিডকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে তাকেও নিজেদের সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে দলটি। এই বিষয়টি নিয়েও বেশ অবাক আজহারউদ্দিন।
তিনি বলেন, “ডেভিডকে এত বিশাল অর্থ দিয়ে কেনার পরেও বসিয়ে রাখা হচ্ছে। তাহলে তো ওকে স্কোয়াডে রাখাই উচিত হয়নি। যদি কোনো ক্রিকেটারকে দলে নেওয়া হয়, তাহলে বসিয়ে রাখলে তার প্রতি সেটা অন্যায়।”
তিনি আরও বলেন, “যদি কোনও কিছুই পরিকল্পনামাফিক না হয়, তাহলে নতুনদের সুযোগ দিয়ে দেখা হোক। নতুনদের কোনও ফ্র্যাঞ্চাইজিরই খেলার অভিজ্ঞতা নেই। ওরা সফল হতেই পারে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর