আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫১ এএম, ১৭ এপ্রিল ২০২২
আবারও জাতীয় দলে খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করছি: দিনেশ কার্তিক

বর্তমান ভারতীয় দলটা দুর্দান্ত। ভালো খেলেও জায়গা ধরে রাখতে পারেন না অনেকে। একেকটা পজিশন নিয়ে চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। তরুণরাও মেলে ধরছেন নিজেকে। তবে হাল ছাড়ছেন না উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক। আবারও জাতীয় দলের খেলার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন তিনি।

আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন কার্তিক। সুযোগ পেলেই মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলছেন। শনিবার (১৬ এপ্রিল)দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাত্র ৩৪ বলে ৬৬ রানের টর্নেডো ইনিংস খেলেন ৩৬ বছর বয়সী এই ব্যাটার। দলকে এনে দেন ১৬ রানের জয়।

ম্যাচ জয়ের পর কার্তিক বলেন, ‘আমাকে অবশ্যই স্বীকার করতে হবে যে আমার একটি বড় লক্ষ্য রয়েছে। আমি সত্যিই কঠোর পরিশ্রম করছি। আমার লক্ষ্য দেশের জন্য বিশেষ কিছু করা। এটি আমার যাত্রার অংশ। আমি ভারতীয় দলের একটি অংশ হওয়ার জন্য সবকিছু চেষ্টা করে যাচ্ছি।’

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে আগে ফিনিশারের ভূমিকায় থাকতেন এবি ডি ভিলিয়ার্স। তার অনুপস্থিতিতে দলের শূন্যস্থান পূরণ করেছেন কার্তিক। কার্তিকের এই পারফর্ম্যান্স আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে থাকার সম্ভাবনাও বেশ উজ্জ্বল করেছে।

ওইদিকে কার্তিকের প্রশংসায় মেতেছেন আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ফাফ বলেন, ‘১৯০ রান পেতে একটি বিশেষ ইনিংস দরকার ছিল। এটার কৃতিত্ব দুই ছেলে শাহবাজ এবং ডিকের (কার্তিক)। আগে ভাবতাম আমরা ডেথ ওভারে খুব বেশি ভালো নয়। তাই আজ আমাদের একটি বিশেষ পরিকল্পনা ছিল।’

কার্তিক সবচেয়ে বড় তান্ডবটা চালিয়েছেন মুস্তাফিজুর রহমানের উপর দিয়ে। তার করা ১৮তম ওভারে ২৮ রান তুলে দিল্লীকে ম্যাচ থেকে একপ্রকার ছিটকেই দিয়েছেন কার্তিক। এই ওভারটা নিয়ে আফসোস ঝরলো দিল্লী অধিনায়ক ঋষভ পন্তের কন্ঠে।

পন্ত বলেন, ‘মুস্তাফিজুরের সেই ওভারটি আমাদের গেম চেঞ্জার ছিল। আমি মনে করি আমরা যদি আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারতাম তবে আমরা শেষার্ধে ভালো করতাম। আমি আগেও বলেছি, আমাদের ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরিতে নিজের শততম ম্যাচ রাঙালেন রাহুল

সেঞ্চুরিতে নিজের শততম ম্যাচ রাঙালেন রাহুল

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

নেতৃত্বের চাপে আইপিএলে ফর্মহীনতায় রোহিত: গ্রায়েম স্মিথ

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

ম্যাচ হারের সঙ্গে আবারও জরিমানা গুনলেন রোহিত

দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ

দাম বেশি হওয়ায় রশিদ খানকে ছেড়ে দিয়েছিল হায়দরাবাদ