সূর্যকুমার যাদব এবং ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটে ভর করে জয়ের স্বপ্নে বুক বেঁধেছিল মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকরা। তবুও জয়ের বন্দরে ভিড়তে পারেনি মুম্বাইয়ের নৌকা। টানা পাঁচ ম্যাচে হারলো দলটি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরেও জয়শূন্য রোহিত শর্মার দল।
১৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে ৩২ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে মুম্বাই ইন্ডিয়ান্স। এরপরেই বেওয়াল্ড ব্রেভিস আর তিলক ভার্মার ব্যাটে ভর করে জয়ের সম্ভাবনা তৈরি করে মুম্বাই।
১১৬ রানে বেওয়াল্ড ব্রেভিস ফিরলেও জয়ের সম্ভাবনা টিকিয়ে রাখেন সুর্যকুমার যাদব। সঙ্গী তিলক ভার্মা ফিরে সুর্য কুমার একা হাতে লড়াই যান। অপরপ্রান্তের ব্যাটাররা যোগ দেন যাওয়া-আসার মিছিলে।
শেষদিকে ৩০ বলে ৪৩ রান করা সুর্যকুমার যাদবও ফিরলে মুম্বাইয়ের জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায়। শেষ ওভারে আবারও সেই জয়ের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন পেসার জয়দেব উনাদকাদ।
শেষ ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের দরকার ছিল ২২ রান। প্রথম দুই বলে ৮ রান তুলে নিয়ে শ্বাসরুদ্ধকর জয়ের আভাস দিচ্ছিলেন উনাদকাদ। তবে ওভারে তৃতীয় বলে তিনি ফিরে গেলে জয়ের বন্দরে নোঙ্গর করে পাঞ্জাবের নৌকা। আর টানা পঞ্চম হারের মুখ দেখে মুম্বাই।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামে পাঞ্জাব কিংস। দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং শিখর ধাওয়ানের ব্যাটে ভর করে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় পাঞ্জাব কিংস। মায়াঙ্কের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫২ রান আর ধাওয়ান ৫০ বলে করেন ৭০। মুম্বাইয়ের হয়ে বাসিল থাম্পি ৪৭ রানে দুই উইকেট নেন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর