বৃষ্টি আইনে দিল্লির জয়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ০৩ মে ২০১৮
বৃষ্টি আইনে দিল্লির জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের ৩২তম ম্যাচে বৃষ্টি আইনে রাজস্থান রয়্যালসকে ৪ রানের হারিয়েছে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দিল্লি। উইকেটরক্ষক ঋসভ পান্থের মাত্র ২৯ বলে ৭টি চার ও ৫টি ছক্কায় ৬৯, অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ৩৫ বলে ৫০ ও পৃথিবী শ’র ২৫ বলে ৪৭ রানের সুবাদে ৬ উইকেটে ১৯৬ রান করে দিল্লি। বৃষ্টির কারণে ১৭ দশমিক ১ ওভার ব্যাট করার সুযোগ পায় দিল্লি।

বৃষ্টির কারণে ম্যাচ জয়ের জন্য ১২ ওভারে ১৫১ রানের টার্গেট পায় রাজস্থান। সেই লক্ষ্যে ১২ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান করতে পারে তারা। দুই ওপেনার অস্ট্রেলিয়া ডি’আর্চি শর্ট ও ইংল্যান্ডের জশ বাটলার ৪০ বলে ৮২ রানের সূচনা এনে দেন। কিন্তু পরের দিকের ব্যাটসম্যানরা রান তোলার গতি ধরে রাখতে না পারলে হারের স্বাদ নেয় রাজস্থান।

দলের পক্ষে বাটলার ৪টি চার ও ৭টি ছক্কায় ২৬ বলে ৬৭ ও শর্ট ২টি চার ও ৪টি ছক্কায় ২৫ বলে ৪৪ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন দিল্লির পান্থ।

এ জয়ে ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠল দিল্লি। ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে থাকলো রাজস্থান।



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে পেছনে ফেলে শীর্ষে ইংল্যান্ড, সাতেই বাংলাদেশ

ভারতকে পেছনে ফেলে শীর্ষে ইংল্যান্ড, সাতেই বাংলাদেশ

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টিতে অষ্টম আফগানিস্তান

শ্রীলঙ্কাকে টপকে টি-টোয়েন্টিতে অষ্টম আফগানিস্তান

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ

আবারও বোলিং অনুমতি পেলেন হাফিজ

মনটেলাকে বরখাস্ত করেছে সেভিয়া

মনটেলাকে বরখাস্ত করেছে সেভিয়া