ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিন নতুন কোনো ঘটনার জন্ম দিবেন এটাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। ২০১৯ সালে মানকাডিং আউট করে বিতর্কের জন্ম দেন অশ্বিন। এবার স্বেচ্ছায় আউট হয়ে আরও একটি নতুন ঘটনার জন্মদিন দিলেই এই স্পিনার।
রোববার (১০ এপ্রিল) লাক্ষ্মৌ সুপার জায়ান্টস বিপক্ষে ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারের দ্বিতীয় বলে ১ রান নিয়ে সোজা ডাগআউটে ফিরে যান রবিচন্দন অশ্বিন। সে সময় নতুন ব্যাটার হিসেবে মাঠে নামেন রিয়ান পরাগ।
সে সময় ঘটনাটা কেউ বুঝতে না পারলেও পরে জানা যায় দলের সংগ্রহ বাড়িয়ে নিতে স্বেচ্ছায় প্যাভিলিয়নে ফিরে যান অশ্বিন। অবশ্য তার এই পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে রাজস্থান। ইনিংসের শেষে ১৬৫ রানের সংগ্রহ পায় সাঞ্জু স্যামসনের দল।
আইপিএলে ইতিহাসে প্রথমবারে মতো স্বেচ্ছা আউটের ঘটনা ঘটলো। টি-টোয়েন্টি ইতিহাসে চতুর্থবারের মতো স্বেচ্ছা আউটের ঘটনা ঘটলো। ২০১০ সালে একটি প্রস্তুতি ম্যাচে ১৪ বলে ৪২ রান করে স্বেচ্ছায় মাঠে থেকে বের হয়ে যান পাকিস্তানি ক্রিকেটার শহিদ আফ্রিদি। এটাই ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম স্বেচ্ছা আউটের ঘটনার।
এরপর ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে সানজামুল ইসলাম এই ঘটনা ঘটান। আর আন্তর্জাতিক ক্রিকেটে মালদ্বীপের বিপক্ষে স্বেচ্ছা আউট হয়ে ফেরেন সোনাম তবগে।
স্বেচ্ছা আউটে বিষয়ে আইসিসি জানিয়েছে, কোনো ব্যাটার আম্পায়ারের অনুমতি ছাড়া মাঠ ছাড়লে প্রতিপক্ষের অনুমতি ছাড়া ফিরতে পারেননি না। প্রতিপক্ষ তাকে মাঠে ফেরার অনুমতি না দিলে তাকে স্বেচ্ছা আউট ঘোষণা করা হয়। এই নিয়মের নিজেকে আউট ঘোষণা করে অশ্বিন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর