বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৮ পিএম, ১১ এপ্রিল ২০২২
বর্তমানে চাহাল ভারতের সেরা লেগ স্পিনার : সাঞ্জু স্যামসন

ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেক দিন ধরেই ভারতের অন্যতম ভরসা হয়ে উঠছেন চাহাল। আইপিএলের ১৫তম আসরেও বল হাতে ঝলক দেখাচ্ছেন এই লেগি। চাহালের প্রশংসায় পঞ্চমুখ রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসন। তার চোখে চাহালই ভারতের সেরা লেগ স্পিনার।

রোববার (১০ এপ্রিল) রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করেন চাহাল। ৪ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়ে দলকে জেতাতে সাহাযয্য করেন। তার এমন বোলিংয়ের প্রশংসা ঝরে পড়লো স্যামসনের কন্ঠে।

ম্যাচ পরবর্তী সময়ে স্যামসন বলেন, ‘তিনি (চাহাল) এমন একজন বোলার যাকে শুরু থেকে শেষ, যেকোনো সময় বল দেওয়া যেতে পারে। তিনি এখন পর্যন্ত ভারতের সেরা লেগস্পিনার। একজন দুর্দান্ত ম্যাচ উইনার।’

ম্যাচ জিততে শেষ ওভারে লখনৌয়ের দরকার ছিল ১৫ রান। তবে তরুণ কুলদীপ সেনের বোলিংয়ের কোনো জবাবই দিতে পারেননি মার্কাস স্টয়নিস। এই জয়ের ফলে চার ম্যাচে তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজস্থান।

কুলদীপকে নিয়ে স্যামসন বলেন, ‘আসলে জানতাম না যে আমরা টেবিলের শীর্ষে আছি। কুলদীপ সত্যিই ভালো করেছে। তার ইয়র্কার বল করার আত্মবিশ্বাস আছে। সে একজন বিশেষ প্রতিভা। শীঘ্রই সে ভারতের হয়ে উঠতে পারে।’

লখনৌয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে সিমরান হেটমায়ারের অপরাজিত ৫৯ রানে ভব করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রাজস্থান। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান থামে লখনৌ জায়ান্ট।

তিন রানের জয়ের সুখ স্মৃতি নিয়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) গুজরাট টাইটানসের বিপক্ষে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে রাজস্থান রয়্যালস।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস

অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া