অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১০ এপ্রিল ২০২২
অনুজ রাওয়াত ভারতের পরবর্তী তারকা: ডু প্লেসিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম থেকে ৩ কোটি ৪০ লাখ রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে নাম লিখিয়েছিলেন ডু প্লেসিস। তবে শুরুতে নিজেকে ওইভাবে প্রমাণ করতে না পারলেও মুম্বাইয়ের বিপক্ষে নিজের যথার্থতা প্রমাণ করেন এই তরুণ। এরপরেই  ব্যাঙ্গালুরু অধিনায়ক ডু প্লেসিস জানালেন, ভারতের ভবিষ্যত তারকা হতে যাচ্ছেন ডু প্লেসিস।

আইপিএলের ১৫তম আসরের মেগা নিলামে ৩ কোটি ৪০ লাখ রুপিতে অনুজ রাওয়াতকে দলে ভেড়ায় ব্যাঙ্গালুরু। সে সময় থেকেই তাকে নিয়ে শুরু হয়েছিল আলোচনা। তবে টুর্নামেন্টের শুরুর প্রথম তিন ম্যাচে প্রত্যাশামাফিক খেলতে পারেননি এই ব্যাটার। অবশ্য সুযোগ পেয়েই মুম্বাইয়ের বিপক্ষে নিজেকে চিনিয়েছেন এই ক্রিকেটার।

শনিবার (৯ এপ্রিল)  মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪৭ বলে ৬৬ রানের ইনিংস খেলেন অনুজ রাওয়াত। এই সময় অপরপ্রান্তে দাঁড়িয়ে রাওয়াতের ব্যাটিং বেশ ভালোভাবেই দেখেছেন প্রোটিয়া ক্রিকেটার ডু প্লেসিস। তার মতে ভারতের পরবর্তী তারকা হতে যাচ্ছেন অনুজ রাওয়াত।

তিনি বলেন, ‘সে (অনুজ রাওয়াত) যেভাবে খেলছে এটা দারুণ। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত তারকা হতে যাচ্ছে সে।’

ডু প্লেসিস আরও বলেন, ‘উইকেটে এসেই সে যেভাবে ব্যাটিং শুরু করে সেটা অসাধারণ। এই মুহূর্তে সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার।’ 

আইপিএলের ১৫তম আসরে ব্যাঙ্গালুরুর হয়ে নিয়মিতই ইনিংসের গোড়াপত্তন করছেন অনুজ রাওয়াত এবং ফ্যাফ ডু প্লেসিস। প্রোটিয়া এই ক্রিকেটারের পাশাপাশি বিরাট কোহলিকেও পাশে পাচ্ছেন রাওয়াত।

এ বিষয়ে অনুজ বলেন, ‘ব্যাঙ্গালুরুর অংশ হতে পেরে আমি গর্বিত। এখানে ডু প্লেসিস এবং বিরাট কোহলির মতো তারকার মতো সঙ্গী হতে পেরেছি। এটা আমাকে গর্বিত করেছে।’ 

স্পোর্টসমেইল২৪/পিপিআর 



শেয়ার করুন :


আরও পড়ুন

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল