মোস্তাফিজকে নিয়েই কলকাতার বিপক্ষে মাঠে দিল্লি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২২
মোস্তাফিজকে নিয়েই কলকাতার বিপক্ষে মাঠে দিল্লি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই দারুণ ছন্দে আছেন বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচের মতো দ্বিতীয়টাতেও ছিলেন ছন্দে। দলকে জেতাতে না পারলেও বল হাতে ছিলেন দারুণ। আর এতেই দিল্লির হয়ে নিজের তৃতীয় ম্যাচে খেলতে নেমেছেন মোস্তাফিজুর রহমান।

রোববার (১০ এপ্রিল) মুম্বাইয়ের ব্যাব্রোন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছে মোস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচের একাদশে রয়েছেন কাটার মাস্টার।

আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষ দুই ম্যাচেই হেরেছে ঋষভ পান্থের দল।

শেষ দুই ম্যাচে দল হারলেও বল হাতে দারুণ ছিলেন মোস্তাফিজ। প্রথম ম্যাচে ২৪ রানে তিন উইকেট শিকার করেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে ২৬ রান দিলেও ছিলেন উইকেটশূন্য। তবে প্রতিপক্ষকে বেশ ভুগিয়েছিলেন কাটার মাস্টার।

শেষ ম্যাচে দিল্লির একাদশে খলিল আহমেদকে একাদশের বাইরে রেখেছিল দিল্লি। তার পরিবর্তে খেলেছিলেন এনরিখ নরকিয়া। এক ম্যাচ খেলেই একাদশের বাইরে যেতে হয়েছে তাকে। দলে ফিরেছেন খলিল আহমেদ।

দিল্লি একাদশ
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রভম্যান পাওয়েল, ঋষভ পান্থ, সরফরাজ খান, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোস্তাফিজুর রহমান এবং খলিল আহমেদ।

কলকাতা একাদশ
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, স্যাম বিলিংস, নীতিশ রানা, অ্যান্দ্রে রাসেল, প্যাট কামিন্স, সুনীল নারিন, রাশিক সালাম, উমেশ যাদব এবং বরুন চক্রবর্তী।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

আমাদের যা আছে তার মধ্যে সেরা দলটা নিয়েই খেলছি : রোহিত শর্মা

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

যুবরাজের মতো ‘ভয়ডরহীন’ ক্রিকেট খেলতে চান রাজ বাওয়া

শেষ দুই বলে দুই ছক্কা, গুজরাটের অবিশ্বাস্য জয়

শেষ দুই বলে দুই ছক্কা, গুজরাটের অবিশ্বাস্য জয়

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল