ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩২ এএম, ০৯ এপ্রিল ২০২২
ভাবার কিছু নেই, শুধু যাও আর ছক্কা মারো : রাহুল তেওয়াটিয়া

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে এ পর্যন্ত হওয়া ম্যাচগুলোর মধ্যে সেরা ম্যাচটা বোধহয় দেখে ফেললো ক্রিকেট বিশ্ব। যার রূপকার গুজরাট টাইটানসের ব্যাটার রাহুল তেওয়াটিয়া। এমন ম্যাচ বের করে আনার পরও ভাবলেশহীন তেওয়াটিয়া। তার লক্ষ্যই ছিল উইকেটে গিয়ে ছক্কা মারা।

শুক্রবার (৮ এপ্রিল) পাঞ্জাব কিংসদের বিপক্ষে গুজরাট লায়ন্সের সামনে শেষ দুই বলে সমীকরণ দাঁড়ায় ১২ রান। ওডেন স্মিথের করা শেষ দুই বলে দুই ছক্কায় সমীকরন চুকিয়ে দেন তেওয়াটিয়া। তাতে পাঞ্জাবের বিপক্ষে ছয় উইকেটের জয় তুলে নেয় গুজরাট।

এইরকম অবিশ্বাস্য পারফরম্যান্স করার সিদ্ধান্ত ম্যাচের আগেই নির্ধারণ করে রেখেছিলেন তেওয়াটিয়া। যার ফলে মাঠে নেমে আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সহজেই ম্যাচ বের করে আনেন ২৮ বছর বয়সী এই ব্যাটার।

ম্যাচ জয়ের পর তেওয়াটিয়া বলেন, ‘এটা আসলেই আশ্চর্যজনক অনুভূতি। ভাবনার কিছু ছিল না। আমি আগেই ভেবে রেখেছিলাম সেখানে গিয়ে শুধু ছক্কা মারবো। নামার আগে আমি এটাই ভাবছিলাম।’

তেওয়াটিয়া বলেন, ‘আমি স্মিথেকে মারার পরিকল্পনা করেছিলাম। শেষ বলটি ব্যাটের মাঝখানে এসেছিল। আমি জানতাম যে এটি ছয় হবে। প্রথম বলটি ওয়াইড লেংথে অফের বাইরে ছিল। তাই আমি ভেবেছিলাম শেষ বলটিও এখানেই আসবে।’

গুজরাট টাইটানসের কোচিং প্যানেলটা বেশ সাজানো। প্রধান কোচ হিসাবে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আশিস নেহরা। ভারতের সাবেক কোচ গ্যারি কার্স্টেন আছেন ব্যাটিং কোচ হিসাবে। নামকরা আর কয়েকজন আছেন দলটিতে।

দলটাকে দারুণভাবে গড়ে তোলার জন্য কোচিং স্টাফদের ধন্যবাদ দিতে ভুললেন না তেওয়াটিয়া।তিনি বলেন, ‘এখানে কর্মীরা (কোচিং স্টাফ) সত্যিই ঠাণ্ডা। তারা আমাদের কঠোর অনুশীলন করতে বলে। যার জন্য আমরা ভালো করতে পারছি।’

এই ম্যাচ জয়ের ফলে টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করেছে গুজরাট। নিজেদের চতুর্থ ম্যাচে সোমবার (১১ এপ্রিল) তারা সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ দুই বলে দুই ছক্কা, গুজরাটের অবিশ্বাস্য জয়

শেষ দুই বলে দুই ছক্কা, গুজরাটের অবিশ্বাস্য জয়

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

আইপিএলে নিজের ভীতিকর অভিজ্ঞতা জানালেন চাহাল

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

সরিয়ে নেওয়া হলো ধোনির ‘বিতর্কিত’ বিজ্ঞাপন

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স

ম্যাচ জেতানো ইনিংস খেলে এখনো ঘোরের মধ্যে কামিন্স