ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় ম্যাচে হেরেছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচ হারের পর জরিমানার কবলে পড়েছেন দিল্লি অধিনায়ক ঋষভ পান্থ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) লাক্ষৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে পারেনি দিল্লি ক্যাপিটালস। এই কারণে দিল্লি অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে এক বিবৃতিতে মোস্তাফিজের অধিনায়কের জরিমানার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। এইবারের আসরে ভুলটা প্রথমবার করায়, এটাই ঋষাভ পান্থের সর্বনিম্ন জরিমানা।
আইপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছিল দিল্লি। এই ম্যাচে লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৪৯ রানের সংগ্রহ পায় মোস্তাফিজের দল। ৬ উইকেট হাতে রেখেই এই লক্ষ্য ছুয়ে ফেলে তারা।
আইপিএলের এবারের আসরে স্লো ওভার রেটের কারণে এটা জরিমানার তৃতীয় ঘটনা। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা এবং সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে জরিমানা করা হয়েছিল।
আইপিএলের নিয়ম অনুযায়ী এই আসরে দ্বিতীয়বার এই ভুল করলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে। সাথে পুরো দলকেই জরিমানা করা হবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর