প্যাট কামিন্সের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ভর করে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে ব্যাট হাতে বলার মতো কিছুই করতে পারেননি কলকাতার ব্যাটার নীতিশ রানা। খারাপ আচরণের দায়ে জরিমানার কবলে পড়েছেন তিনি।
বুধবার (৬ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে প্যাট কামিন্সের ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ভর করে ম্যাচ নিজেদের করে নেয় শ্রেয়াস আইয়ারের দল।
এই ম্যাচে কলকাতার নীতিশ রানার বিরুদ্ধে অসাদাচরণের অভিযোগ উঠে। এরপরেই তাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে ঠিক কি অসাদাচরণ করেছেন তা এখনও নিশ্চিত করেনি।
নীতিশ রানা ছাড়াও কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে অভিযুক্ত হয়েছেন জাসপ্রীত বুমরাহ। তাকে জরিমানা করা না হলেও সতর্ক করে দেওয়া হয়েছে। ঠিক কি কারণে সতর্ক করা হয়েছে সে বিষয়টিও জানায়নি আইপিএল কর্তৃপক্ষ।
আইপিএলের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটারকে জরিমানা করলে সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে না কেউ। দ্বিতীয়বার একই ভুল করলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে সেই ক্রিকেটারকে।
আইপিএলের ১৫তম আসরে খুব একটা ছন্দে নেই নীতিশ রানা। চার ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩৯ রান। টুর্নামেন্টের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বোচ্চ ২১ রান করেছিলেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর