দিল্লি ডেয়ারডেভিলসেক ১৩ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে রান রেটে এগিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে চেন্নাই সুপার কিংস। ফলে সাকিব আল হাসানদের সানরাইজার্স হায়দারাবাদকে পেছনে ফেললো চেন্নাই।
পুনেতে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার শেন ওয়াটসনের ৪০ বলে ৭৮, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ২২ বলে অপরাজিত ৫১ ও আম্বাতি রাইদুর ২৪ বলে ৪১ রানের সুবাদে ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রানের সংগ্রহ পায় চেন্নাই।
জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ১৯৮ রান করতে পারে দিল্লি। উইকেট রক্ষক ঋসভ পান্থ ৪৫ বলে ৭৯ ও বিজয় শঙ্কার ৩১ বলে অপরাজিত ৫৪ রান করেন। চেন্নাইয়ের কেএম আসিফ ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন চেন্নাইয়ে ওয়াটসন।
এ জয়ে ৮ খেলায় ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চেন্নাই। ১২ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে দ্বিতীয়স্থানে বাংলাদেশের সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দারাবাদ। ৮ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে দিল্লি।