পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে স্পিন কিংবদন্তি শেন ওয়ার্নের শেষকৃত্যে যোগ দিতে দেশে ফিরেছিলেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। এরপরেই যোগ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। কোয়ারেন্টাইন শেষে মাঠে নামতে প্রস্তুত তিনি। লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবেন বলে জানিয়েছেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ চলায় আইপিএল শুরুর আগে দলের সাথে যোগ দিতে পারেননি অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। এ কারণেই প্রথম তিন ম্যাচের একাদশে ছিলেন না তিনি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন তিনি। এ কারণে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হলেও মাঠে নামা হচ্ছিলো না তার। দলে যোগ দিয়ে পাঁচ দিনের কোয়ারেন্টাইন শেষে মাঠে নামার জন্য প্রস্তুত তিনি।
এছাড়াও ম্যাচ খেলার মতো ফিট না হওয়ায় এখনও মাঠে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকান পেসার এনরিখ নরকিয়া। মাঠে ফেরার মতো সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন দিল্লির সহকারী কোচ শেন ওয়াটসন।
এই দুই ক্রিকেটারের বাইরে ইনজুরিতে আছেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর দিল্লি দলে যোগ দিয়ে সেখানেই রিহ্যাব করছেন। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা দিতে পারেননি দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন। তবে, খুব দ্রুতই মাঠে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।
আইপিএলের ১৫তম আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। কোয়ারেন্টাইনে থাকার কারণে প্রথম ম্যাচ মিস করলেও গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলেছিলেন তিনি। এ ম্যাচে ২৪ রানে তিন উইকেট শিকার করেন এই বাঁহাতি পেসার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর