ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৫তম আসরে ইনজুরির কারণে ছিটকে পড়েছে রাজস্থান রয়্যালসের অস্ট্রেলিয়ান পেসার নাথান কোল্টার নাইল। মূলত ইনজুরির কারণে আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছে রাজস্থান টিম ম্যানেজমেন্ট।
আইপিএলে রাজস্থানের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিলেন নাথান কোল্টার নাইল। সেই ম্যাচে নিজের কোটার শেষ ওভার বোলিং করার সময় ইনজুরিতে পড়েন তিনি। এরপরে রাজস্থান আরও দুইটি ম্যাচ খেললেও একাদশে ছিলেন না এই পেসার।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের পর এক টুইট বার্তায় তার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে রাজস্থান টিম ম্যানেজমেন্ট। এ পেসারের বদলি হিসেবে কে আসবেন তা এখনও নিশ্চিত করেনি রাজস্থান।
রাজস্থান স্কোয়াডে কোল্টার নাইলের বদলি কে হবে তা এখনও নিশ্চিত না হলেও গুঞ্জন আছে আইপিএলে সুযোগ পেতে পারেন লঙ্কান পেসার দাশুন শানাকা অথবা নামিবিয়ান তারকা ক্রিকেটার ডেভিড ভিসা।
আইপিএলে একটি ম্যাচ খেলে সেখানে ব্লার মতো কোনো পারফর্ম করতে পারেননি নাথান কোল্টার নাইল। চার ওভার বোলিং করে ৪৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে করেছিলেন অপরাজিত ১ রান।
নাথান কোল্টার নাইল পারফর্ম করতে না পারলেও রাজস্থান আছে দারুণ ছন্দে। তিন ম্যাচে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজস্থান রয়্যালস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর