ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের জয়ের নায়ক ছিলেন পেসার আবেশ খান। মানসিকভাবে বেশ পিছিয়ে থেকে মাঠে নেমেই দারুণ পারফর্ম করেন এই পেসার। ম্যাচ শেষে জানা যায়, হাসপাতালে শয্যাশয়ী তার মা।
সোমবার (৪ এপ্রিল) লাক্ষ্মৌয়ের সুপার জায়ান্টসের হয়ে দারুন পারফর্ম করে হায়দরাবাদকে একাই হারিয়ে দেন আবেশ খান। ম্যাচে ৪ ওভার বোলিং করে ২৪ রানে শিকার করেন ৪ উইকেট। শুধু তাই নয়, আইপিএলের ১৫তম আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার।
সানরাইজার্সের বিপক্ষে ম্যাচ শেষে লাক্ষ্মৌ সতীর্থ দীপক হুদার সাথে কথা বলেন আবেশ খান। সেই সময় জানান, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি তার মা। হাসপাতালে ভর্তি থাকলেও এখন কিছুটা সুস্থ হয়েছেন বলেও জানান।
ম্যাচে চার গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান আবেশ শর্মা। তার বলে প্যাভিলিয়নের পথ ধরেন কেন উইলিয়ামসন, অভিষেক শর্মা, নিকোলাস পুরান এবং আব্দুল সামাদ। আর এতেই ম্যাচ সেরা পুরষ্কারটা নিজের মাকেই উৎসর্গ করেছেন তিনি।
আবেশ খান বলেন, ‘আমি নিজের পারফর্মেন্স মাকে উৎসর্গ করছি। তিনি এখন হাসপাতালে আছেন। সেখান থেকেই আমাকে সমর্থন জানিয়েছেন। ভিডিও কলে তার সাথে কথা হয়েছে, এখন তিনি ভালো আছেন।’
আইপিএলের ১৫তম আসরে ৩ ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করেছেন আবেশ খান। আইপিএলের এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন কলকাতা নাইট রাইডার্সের পেসার উমেশ যাদব।
স্পোর্টসমেইল২৪/পিপিআর