ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় ক্রিকেটার লুভিনাথ সিসোদিয়া। তার বদলি হিসেবে রজত পতিদারকে দলে ভিড়িয়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
রোববার (৩ মার্চ) এক বিবৃতিতে রজত পতিদারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
সর্বশেষ আসরে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন রজত পতিদার। আইপিএলের ১৫তম আসরের নিলাম থেকে তাকে দলে ভেড়ায়নি কোনো দল। এ কারণেই আসরের মধ্যপথেই তাকে দলে ভিড়িয়েছে ব্যাঙ্গালুরু। ২০ লাখ রুপির ভিত্তিমূল্যতে তাকে নিয়েছে দলটি।
বেশ সাড়া জাগিয়ে আইপিএলের নিলামে উঠেছিলেন লুভিনাথ সিসোদিয়া। তবে টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরিতে পড়ায় খেলতে পারবেন না ২১ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। তাই তার বদলি হিসেবে রজত পতিদারকে দলে ভিড়িয়েছে ফ্রাঞ্চাইজিটি। তাকে ২০ লাখ রুপি ভিত্তিমূল্যতেই দলে নিয়েছে ব্যাঙ্গালুরু।
ভারতের ঘরোয়া ক্রিকেটে এখন পর্যন্ত ৩১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রজত পতিদার। এ সময়ে করেছেন ৮৬১ রান। নামের পাশে আছে সাতটি হাফ সেঞ্চুরি।
আইপিএলের এবারের আসরে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। দুই ম্যাচে একটি করে ম্যাচে হার এবং জয় পেয়েছে দলটি। মঙ্গলবার (৫ এপ্রিল) ওয়ানখেড়ে স্টেডিয়ামে রাজস্থানের মুখোমুখি হবে ব্যাঙ্গালুরু।
স্পোর্টসমেইল২৪/পিপিআর