ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। তাকে কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। কোয়ারেন্টাইন নিয়মের কারণে দলের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে দ্বিতীয় ম্যাচে নেমেই বল হাতে দুর্দান্ত মোস্তাফিজ।
আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শনিবার (২ এপ্রিল) রাতে গুজরাট লায়ন্সের মুখোমুখি হয়েছিল দিল্লী। তাতে মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করলেও বাকি বোলার ও ব্যাটারদের ব্যর্থতায় হেরে যায় ১৪ রানে হেরে যায় দিল্লী।
দিল্লীর হয়ে ৪ ওভার বোলিং করে ৫ দশমিক ৭৫ ইকোনোমিতে ২৩ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজ। মোস্তাফিজ এক প্রান্তে রান আটকে উইকেটঁ তুলে নিলেও বাকি বোলাররা রান দিয়েছেন বেশ।
তাতে ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রানের পুজি দাঁড় করায় গুজরাট। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতে সক্ষম হয় দিল্লী। হার মেনে নেয় ১৪ রানে।
ম্যাচে গুজরাটের ইনিংসের শুরুতেই ধাক্কাটা দেন মোস্তাফিজ। তুলে নেন ম্যাথু ওয়েডকে। এরপর ২০তম ওভারে বোলিং করতে এসে তুলে নেন রাহুল তেওটিয়া ও অভিনব মনোহরকে। তার করা ২৪ বলের মধ্যে ৭ বলে কোন রান নিতে পারেনি গুজরাট। বাউন্ডারী হজম করেছেন কেবল একটি।
এই হারে ২ ম্যাচে ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে অবস্থান করেছে দিল্লী ক্যাপিটালস। নিজেদের পরের ম্যাচ ৭ এপ্রিল (বৃহস্পতিবার) লখনৌ সুপার জায়ান্টের মুখোমুখি হবে তারা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি