ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের অষ্টম ম্যাচে দেখা মিললো প্রথম সেঞ্চুরির। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৬৮ বলে ১০০ রান করেন রাজস্থান রয়্যালসের ইংলিশ ক্রিকেটার জশ বাটলার।
শনিবার (২ এপ্রিল) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজস্থান রয়্যালস। শুরুতেই যশস্বী জয়সওয়াল এবং দেবদূত পাদ্দিকালকে হারিয়ে বেশ বিপাকে পড়ে রাজস্থান। পরে অবশ্য দলকে একা হাতে টেনে তোলেন জশ বাটলার।
মুম্বাইয়ের বোলিং লাইন আপে থাকা জাসপ্রিত বুমরাহ, টাইমাল মিলস, কাইরন পোলার্ডদের বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন বাটলার। ৩২তম বলে তুলে নেন হাফ সেঞ্চুরি।
অর্ধশতকের পরেও থামেনি তার ঝড়। তান্ডব চালিয়ে ইনিংসের ১৯তম ওভারে তুলে নেন আইপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। ৬৬ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। শতক হাঁকানোর পর এক বল বিরতি দিয়েই অবশ্য প্যাভিলিয়নে ফেরেন তিনি।
৬৮ বলের এই ইনিংসে জশ বাটলার হাঁকিয়েছেন ১৬ টি বাউন্ডারি। এর মধ্যে ছিল ১১ চার এবং পাঁচ ছয়।
আইপিএলের ১৪তম আসরেও সেঞ্চুরি করেছিলেন জশ বাটলার। নবম বিদেশি ক্রিকেটার হিসেবে আইপিএলে দুই বার ততোধিক সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই ইংলিশ ব্যাটার।
বাটলারের ব্যাটে ভর করে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় রাজস্থান। মুম্বাইয়ের হয়ে ৩৫ রানে ৩ উইকেট শিকার করেন পেসার টাইমাল মিলস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর