অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিং নৈপুন্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরের ২৭তম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩৩ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ম্যাচ জয়ী অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলেন রোহিত। এ ম্যাচে একাদশে সুযোগ পাননি বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।
পুনের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় মুম্বাই। বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নার অপরাজিত ৭৫ ও আম্বাতি রাইদুর ৪৬ রানের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রানের লড়াকু স্কোর দাঁড় করায় চেন্নাই। নিজের ৪৭ বলের ইনিংসে ৬টি চার ও ৪টি ছক্কা মারেন রায়না। মুম্বাইয়ের পক্ষে ২টি করে উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাঘান ও ক্রুনাল পান্ডিয়া।
জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনাই করে মুম্বাই। দুই ওপেনার সুরইয়াকুমার যাদব ও ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৫৯ বলে ৬৯ রানের শুরু এনে দেন মুম্বাইকে। যাদব ৪৪ ও লুইস ৪৭ রান করে বিদায় নিলে দলের জয় নিশ্চিত করার দায়িত্ব বর্তায় অধিনায়ক রোহিতের কাঁধে। নিজের দায়িত্ব ভালোভাবে সম্পন্ন করে এবারের আসরে মুম্বাইকে দ্বিতীয় জয়ের স্বাদ দেন রোহিত।
এ জয়ে ৭ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে উঠে এলো বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। ম্যাচ হারলেও ৭ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে চেন্নাই।