দুই আসর পর ভারতের মাটিতে ফিরেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। করোনাভাইরাসের কারণে মহারাষ্ট্রে আয়োজিত হচ্ছে পুরো আসর। স্টেডিয়ামের ধারণক্ষমতার এক-চতুর্থাংশ দর্শকও প্রবেশ করতে পারছে। এবার, মাঠে স্টেডিয়ামের ধারণক্ষমতার পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিতে চাচ্ছে মহারাষ্ট্র সরকার। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখনও দ্বিধায় আছে দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
দুই আসর পর ভারতের মাটিতে আইপিএল আয়োজন করছে বিসিসিআই। করোনাভাইরাস মহামারির ঝুঁকি এড়াতে মহারাষ্ট্রে আয়োজন করা হচ্ছে পুরো টুর্নামেন্ট।
আইপিএল শুরুর আগেই জানানো হয়েছিল এবার শুরু থেকেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেই অনুযায়ী আইপিএলের সব ম্যাচেই স্টেডিয়ামের ধারণক্ষমতার ২৫ শতাংশ দর্শক প্রবেশ করতে দেওয়া হয়েছে।
তবে ভারতজুড়ে করোনা ভাইরাস মহামারি সংকট অনেকটাই কমে যাওয়ায় স্টেডিয়ামে দর্শক সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা করছে মহারাষ্ট্র সরকার। এ কারণে সাবেক বিসিসিআই সভাপতি ও মহারাষ্ট্র সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী শারদ পাওয়া ইতিমধ্যেই রাজ্যের মূখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সাথে আলোচনা করেছেন।
মহারাষ্ট্র সরকার মাঠে দর্শক বাড়ানোর অনুমতি দিলেও দ্বিধাদ্বন্দ্বে ভুগছে বিসিসিআই। কারণ আইপিএলের ১৪তম আসর ভারতের মাটিতে শুরু হলেও করোনাভাইরাস মহামারির কারণে তা স্থগিত করে দেশের বাইরে নিয়ে যেতে বাধ্য হয়। এই কারণে এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।
তিনি জানিয়েছে, অন্ততপক্ষে চলতি বছরের ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে ২৫ শতাংশ দর্শকই রাখবে বিসিসিআই। এরপরে পরিস্থিতি অনুকূলে থাকলে তা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর